Heatwave (Photo Credit: ANI)

দিল্লি, ২৪ জুন: দিল্লিতে (Delhi) গরম এবম তাপপ্রবাহ (Heatwave) যেন কমছেই না। প্রচণ্ড গরম এবং তাপপ্রবাহে দিল্লিত আরও ২৯ জনের মৃত্যুর খবর মিলছে। ফলে দিল্লিতে বর্তমানে মৃতের সংখ্যা ২৭৫-এ এসে দাঁড়িয়েছে বলে খবর। যে ছবি কার্যত ভয়াবহ বলেই মনে করছে প্রশাসন। রিপোর্টে প্রকাশ, দিল্লিতে প্রচণ্ড গরমে যে ২৭৫ জনের মৃত্যু হয়েছে, তার মধ্যে ১৫৪ জনের প্রাণ গিয়েছে হাসপাতালে নিয়ে যাওয়ার পর। অর্থাৎ তাপপ্রবাহের জেরে ওই ১৫৪ জন অসুস্থ হয়ে পড়লে, তাঁদের রাজধানী শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। তবে চিকিৎসার মাঝেই ওই ১৫৪ জন মৃত্যুর কোলে ঢলে পড়েন বলে খবর।

আরও পড়ুন: Delhi Heatwave: তীব্র গরম এবং তাপপ্রবাহে নাজেহাল দিল্লি, দহনজ্বালায় মৃত্যু ১৩ জনের

ফলে যত সময় গড়াচ্ছে, দিল্লিতে যে পরিস্থিতি ভয়াবহ হচ্ছে গরমের জেরে, তা স্পষ্ট। সেই সঙ্গে তাপপ্রবাহের জেরে যে মৃত্যুর ঘটনা ঘটছে, সে বিষয়ে বহু হাসপাতালই নির্দিষ্ট তথ্য প্রকাশ করতে চাইছে না। ফলে প্রচণ্ড গরমে রাজধানী শহরে কত মানুষের মৃত্যু হচ্ছে বেসরকারি পরিসংখ্যান অনুযায়ী, তার হিসেব মিলছে না।