Delhi Encounter (Photo Credit: X@ANI)

দিল্লির বাহাদুর শাহ মার্গ এলাকায় ‘এনকাউন্টার’। পুলিশের সঙ্গে গুলির লড়াইতে নিহত  কুখ্যাত চার দুষ্কৃতী। বুধবার রাত ২.২০ মিনিটে, বাহাদুর শাহ মার্গে ৪ দুষ্কৃতী এবং দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ (Delhi police Crime Branch ) এবং বিহার পুলিশের (Bihar Police) একটি যৌথ দলের মধ্যে গুলিবিনিময় শুরু হয়। পুলিশের সঙ্গে এনকাউন্টারে বিহারের রঞ্জন পাঠক (২৫), বিমলেশ মাহাতো (২৫), মনীশ পাঠক (৩৩) এবং আমান ঠাকুর (২১) নিহত হন।গুলিতে আহত অভিযুক্তদের রোহিণীর ডাঃ বিএসএ হাসপাতালে স্থানান্তরিত করা হইয়েছিল। সেখানে তাঁদের মৃত ঘোষণা করা হয়। উল্লেখ্য রঞ্জন পাঠক, বিমলেশ মাহাতো এবং মনীশ পাঠক ছিলেন বিহারের সীতামারহির বাসিন্দা এবং আমান ঠাকুর ছিলেন দিল্লির কারওয়াল নগরের বাসিন্দা।

 

দিল্লি পুলিশের অপরাধ শাখা ও বিহার পুলিশ যৌথ ভাবে রাত ২:২০ নাগাদ রোহিণীতে একটি এনকাউন্টারে বিহারের কুখ্যাত রঞ্জন পাঠক গ্যাংয়ের চার সদস্যকে গুলি করে হত্যা করে। আসন্ন বিহার বিধানসভা নির্বাচনের আগে এই গ্যাং সদস্যরা একটি বড় অপরাধমূলক কার্যকলাপ চালানোর পরিকল্পনা করছিল এমনই সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, দিল্লি পুলিশ অপরাধ শাখা এবং বিহার পুলিশের একটি যৌথ দল ওই এলাকায় একটি ফাঁদ পাতে। পুলিশের দল সন্দেহভাজনদের আটক করার চেষ্টা করলে, তারা গুলি চালায়। জবাব দ্দিতে পুলিশও গুলি চালায়। সেই গুলিতে চারজন দুষ্কৃতীর মৃত্যু হয়েছে বলে দিল্লি পুলিশ জানিয়েছে।

ডিসিপি ক্রাইম ব্রাঞ্চ সঞ্জীব যাদব (DCP Crime Branch Sanjeev Yadav) জানান এনকাউন্টারে চার অভিযুক্তই গুলিবিদ্ধ হন এবং তাদের দ্রুত রোহিণী হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। নিহতদের পরিচয় জানা গেছে: রঞ্জন পাঠক, বিমলেশ মাহতো ওরফে বিমলেশ সাহনি (২৫), মনীশ পাঠক (৩৩), আমান ঠাকুর (২১)। এই চারজনই বিহারে একাধিক খুন এবং সশস্ত্র ডাকাতি সহ বেশ কয়েকটি মামলায় ওয়ান্টেড ছিলেন। দিল্লি পুলিশ এবং বিহার পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ফরেনসিক এবং অপরাধ দৃশ্য পরীক্ষা দলকে ডাকা হয়েছে। আরও তদন্ত চলছে।