নয়াদিল্লি, ১১ ফেব্রুয়ারি: দিল্লিতে হ্যাটট্রিকের পথে অরবিন্দ কেজরিওয়াল। ধর্মীয় মেরুকরণের রাজনীতিকে দূরে ছুড়ে ফেলে কাজ দেখেই ভোট দিয়েছেন দিল্লিবাসী (Aam Aadmi Party's victory in the Delhi assembly elections) । দিল্লি নির্বাচনের (Delhi Elections Results 2020) ভোটগণনার পরে যে তথ্য প্রকাশ্যে এসেছে, তাতে এমনটাই মত রাজনৈতিক বিশ্লেষকদের। সমীক্ষায় যে ইঙ্গিত মিলছে তাতে স্পষ্ট, দিল্লিতে বিশাল সংখ্যক ভোটে জিততে চলেছে আপ। দিল্লিতে কেজরিওয়ালকে জয়ের শুভেচ্ছা জানালেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray Congratulates Arvind Kejriwal) । উদ্ধব ঠাকরে বলেন, "অরবিন্দ কেজরিওয়ালকে জয়ের জন্য অনেক অনেক শুভেচ্ছা। পাশাপাশি আপ দলকে ফের ক্ষমতায় আনার জন্য দিল্লিবাসীকেও শুভেচ্ছা।"
অরবিন্দ কেজরিওয়ালকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি নরেন্দ্র মোদি এবং তাঁর সরকারকে বিঁধলেন উদ্ধব ঠাকরে। তিনি বলেন, "দিল্লি বিধানসভা নির্বাচনের ফলাফলে একটা বিষয় স্পষ্ট, গোটা দেশ চলছে জন কি বাত-এ, মন কি বাত-এ নয়।"এই প্রসঙ্গে বলে রাখা ভাল, 'মন কি বাত' অনুষ্ঠানটি একটি মাসিক রেডিও অনুষ্ঠান। যে অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে থাকেন নরেন্দ্র মোদি। গোটা দেশের মানুষের উদ্দেশে বার্তা পৌঁছে দেন তিনি। এর পাশাপাশি কেজরিওয়ালকে 'জঙ্গি' বলার জন্যও নরেন্দ্র মোদিকে একহাত নিলেন উদ্ধব ঠাকরে। তিনি বলেন, "কেজরিওয়ালকে বিজেপি জঙ্গি আখ্যা দেয়। কিন্তু তাঁকে হারাতেও অক্ষম হল বিজেপি সরকার।" আরও পড়ুন: Another Celebration Day For Arvind Kejriwal: আজই অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী সুনীতা কেজরিওয়ালের জন্মদিন, জিতলে তাই ডবল সেলিব্রেশন
দিল্লি বিধানসভা নির্বাচনের নির্বাচনী প্রচার চলাকালীন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভেড়েকর কেজরিওয়ালকে 'জঙ্গি' বলে সম্বোধন করেন। শাহিনবাগের আন্দোলনকারীদের 'বিরিয়ানি খাওয়াচ্ছেন কেজরিওয়াল'। বিজেপি নেতারা এভাবেই একের পর এক মন্তব্যে আক্রমণ করেছেন কেজরিওয়ালকে।