দিল্লিতে মহিলা ও শিশুকল্যাণ দফতরের আধিকারিক দ্বারা ধর্ষনের ঘটনায় নির্যাতিত মহিলার সঙ্গে কথা বলতে হাসপাতালে গিয়েছিলেন দিল্লি কমিশন ফর উইমেনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল।কিন্তু দিল্লি পুলিশের তরফে তাঁকে দেখা করতে না দেওয়ায় হাসপাতালের মেঝেতেই বসে পড়েন তিনি। শুধু তাই নয় যতক্ষন পর্যন্ত তাঁকে দেখা করতে না দেওয়া হচ্ছে ততক্ষন পর্যন্ত তিনি ধর্ণা দেবেন বলে জানিয়েছিলেন। সেই মতো রাত্রে বেলায় মেঝেতেই চাদর পেতে শোয়ার ব্যবস্থা করেন স্বাতী মালিওয়াল।

সোমবারই অভিযুক্ত আধিকারিকের সাসপেনশনের আদেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। মুখ্য সচিবের কাছে এই নিয়ে রিপোর্টও চেয়ে পাঠিয়েছেন তিনি। পুলিশের তরফ থেকে জানা গেছে মহিলার বাবা মারা যাওয়ার পর থেকে অভিযুক্ত অফিসারের বাড়িতেই থাকত নির্যাতিত ওই মহিলা।

অভিযুক্ত ও তার স্ত্রীর বিরুদ্ধে দায়ের করা হয়েচে অভিযোগ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।