দিল্লি, ১৮ মার্চ: দিল্লির (Delhi CM) মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) বাড়ির সামনে কড়া নিরাপত্তার ঘেরাটোপ। কেন্দ্রীয় তদন্তকারী দল যখন কেজরিওয়ালের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত শুরু করে, সেই সময় দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে মোতায়েন করা হয় নিরাপত্তার ঘেরাটোপ। প্রসঙ্গত অরবিন্দ কেজরিওয়ালকে একের পর এক নোটিশ পাঠানো হয় ইডির তরফে। নোটিশ পাওয়া সত্ত্বেও কেজরিওয়াল ইডির দফতরে এখনও হাজির হননি। ভিডিয়ো কলের মাধ্যমে তিনি একবার ইডির প্রশ্নের মুখোমুখি হন বলে খবর।
দেখুন ভিডিয়ো...
#WATCH | Visuals from outside Delhi CM Arvind Kejriwal's residence.
He was issued summons by ED under section 50 of the Prevention of Money Laundering Act in the Delhi Jal Board case. ED is probing illegal tendering in Delhi Jal Board and laundering of alleged proceeds of… pic.twitter.com/JsZ6eYTdLc
— ANI (@ANI) March 18, 2024
এদিকে আবগারি মামলায় জামিন পেতে না পেতেই ফের দিল্লির মুখ্যমন্ত্রীকে নতুন করে সমন পাঠানো হয়। দিল্লির জল বোর্ডে আর্থিক তছরুপের অভিযোগে এবার দিল্লির মুখ্যমন্ত্রীকে সমন পাঠানো হয়। ১৮ মার্চ কেজরিওয়ালের ইডির দফতরে হাজিরা দেওয়ার কথা। জল বোর্ডে আর্থিক তছরুপের অভিযোগে কেজরিওয়ালকে যখন সমন পাঠানো হয় শনিবার, তার জেরেই এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসে হাজিরার আগে মুখ্য়মন্ত্রীর বাড়ির সামনে কড়া নিরাপত্তা মোতায়েন করা হয়।