দিল্লিকে দূষণমুক্ত করতে এবার পথে নামল ৪০০ বাস। মঙ্গলবার এই বাসগুলির উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং দিল্লির লেফ্টেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা।
বাসগুলির উদ্বোধনে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানান, "আমাদের লক্ষ্য হল ২০২৫ সালের মধ্যে ৮০০০ বাস দিল্লির রাস্তায় নামানো।দশ হাজারেরও বেশি বাস যার ৮০ শতাংশই ইলেকট্রিক হবে। ইলেকট্রিক বাসের কারণে গোটা দেশ দিল্লিকে চিনবে ।"
প্রসঙ্গত, দিল্লিতে গাড়ির চাপ বেশি থাকার কারণে পরিবেশের ওপর ব্যপক প্রভাব পড়ছিল। পরিস্থিতি এমন অবস্থায় পৌছয় যে অড-এভেন নাম্বারের গাড়ি চালানো শুরু করে দিল্লি সরকার। লাগাম টানা হয় বাইরে থেকে আসা ট্রাকের ওপর।তাতেও কিছুটা সুরাহা মিললেও এবার আরও পরিবেশবান্ধব হওয়ার লক্ষ্যে ইলেকট্রিক বাসের দিকে ঝুঁকে পড়ে দিল্লি।
#Delhi Chief Minister #ArvindKejriwal, along with Lieutenant Governor (L-G) #VKSaxena flagged off 400 new electric buses in national capital.
"Our aim is to have a total of 8,000 electric buses on Delhi's roads by end of 2025. Of a fleet of over 10,000 buses, 80 per cent would… pic.twitter.com/q67vCRsiKC
— IANS (@ians_india) September 5, 2023