Arvind Kejriwal (Photo Credit: ANI/Twitter)

কলকাতা, ২৯ জুন: জামিন পেয়েও পরে খারিজ হয়েছিল। এবার আশা থাকলেও নিরাশ হতে হল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)-কে। ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন জামিন পেলেও কেজরিকে থাকতে হচ্ছে জেলেই। সিবিআইয়ের শুল্ক নীতি মামলায় কেজরিওয়াল-কে আগামী ১২ জুলাই পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে রাখার কথা জানাল দিল্লি আদালত। এর আগে গত বৃহস্পতিবার কেজরিওয়াল-কে জামিন দেয় নিম্ন আদালত। কিন্তু ইডি তদন্তকারীরা হাই কোর্টে গেলে কেজরির জামিনে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছিল দিল্লি হাই কোর্ট।

লোকসভা ভোটের প্রচারের জন্য শর্তসাপেক্ষে জামিন দেওয়া হয়েছিল কেজরিওয়াল-কে। প্রচার শেষে ভোট মিটতেই গত ২ জুন কেজরিকে ফিরে যেতে হয়েছিল জেলে। এরপর থেকে বারবার জামিনের মরিয়া চেষ্টা চালাচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী। কিন্তু ইডি-সিবিআইয়ের আইনজীবীরা কিছুতেই কেজরিকে বের হওয়ার কোনও সুযোগ দিচ্ছে না। আরও পড়ুন-প্রবল বৃষ্টিতে দিল্লির পর ভেঙে পড়ল রাজকোট বিমানবন্দর টার্মিনালের বাইরের ছাউনি, দেখুন ভিডিয়ো

মুখ্যমন্ত্রীকে ছাড়াই চলছে দিল্লি। কখনও জল সমস্য়া, তো কখনও রাস্তায় হাঁটু জল, বন্যা পরিস্থিতি। এমন পরিস্থিতিতে কেজরি সরকারকে কোণঠাসা করতে নেমেছে বিজেপি। পদ্ম শিবিরের হিসেব কেজরি আরও ক মাসের মধ্যে জামিন না পেলে আপ সরকারের বিরুদ্ধে ক্ষোভ আরও বাড়বে। তাতে আগামী বছর দিল্লির বিধানসভা নির্বাচনে বিজেপির সুবিধা হবে। কেজরির জেলের পরেও আপ-কংগ্রেস জোট লোকসভায় দিল্লিতে কোনও আসনে জিততে পারেনি। ইউপি, রাজস্থান,বাংলা সহ বিভিন্ন রাজ্যে বিজেপির ফল বেশ খারাপ হলেও দিল্লিতে পরপর তিনবার ১০০ শতাংশ লোকসভা আসনে জয়ের নজির গড়েছে পদ্ম শিবির। এবার দিল্লি বিধানসভায় জিততে মরিয়া বিজেপি।