দেশে যেকোনও মুহূর্তেই আছড়ে পড়তে পারে করোনার ঢেউ। এই পরিস্থিতিতে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রাকে দিল্লিতে প্রবেশ করতে দেওয়া হবে কি না, তা নিয়েই উঠেছিল প্রশ্ন। অভিযোগ উঠেছিল কংগ্রেসের এই বিশাল পদযাত্রায় করোনাবিধি অনুসরণ করা হচ্ছে না। এমনকি কেন্দ্রের তরফে কংগ্রেসকে চিঠি পাঠিয়েও জানানো হয় যে যথাযথভাবে করোনাবিধি অনুসরণ না করলে ভারত জোড়ো যাত্রা বন্ধ করে দেওয়া হবে। তবে যাবতীয় জল্পনা উড়িয়ে আজ, শনিবার হরিয়ানা দিয়ে রাজধানী দিল্লিতে প্রবেশ করল কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা। হরিয়ানার ফরিদাবাদ দিয়ে এদিন সকালে দিল্লিতে প্রবেশ করে ভারত জোড়ো যাত্রা।পদযাত্রার নেতৃত্বে ছিলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। দেখুন সেই ভিডিও-
#WATCH | Congress's Bharat Jodo Yatra enters national capital Delhi.
(Source: AICC) pic.twitter.com/KH2eyPjTxD
— ANI (@ANI) December 24, 2022
'ভারত জোড়ো যাত্রা' রাজধানী দিল্লিতে প্রবেশ করতেই উচ্ছাসের জোয়ারে ভাসলেন কংগ্রেস কর্মী সমর্থকরা। পদযাত্রায় সামিল হলেন প্রাক্তন কংগ্রেস প্রধান সোনিয়া গান্ধীও । এর আগেও ভারত জোড়ো যাত্রায় পা মিলিয়েছেন দলের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধী বঢরা ও তাঁর স্বামী রবার্ট বঢরা। রাজধানী দিল্লিতেও তাদের দেখা গেল। পা মেলালেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী সহ অন্যান্য নেতারাও।
#WATCH | Former Congress chief Sonia Gandhi, party General Secretary Priyanka Gandhi Vadra along with husband Robert Vadra join Rahul Gandhi as 'Bharat Jodo Yatra' marches ahead in the national capital Delhi. pic.twitter.com/EfLkTpsNJv
— ANI (@ANI) December 24, 2022
LIVE: Flag handover ceremony & the #BharatJodoYatra resume from NHPC metro station, Haryana. https://t.co/MllhFCpxyK
— Congress (@INCIndia) December 24, 2022