নতুন দিল্লি, ১১ মে: জেল থেকে ২১ দিনের অন্তবর্তীকালীন জামিনে বের হওয়ার পর দিল্লিতে ভোট প্রচারে বেরিয়ে সাড়া ফেলে দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। জামিনে মুক্ত কেজরিক-র কথায় জেদ ধরা পড়ল। হুডখোলা গাড়িতে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান-এর পাশে দাঁড়িয়ে কেজরিওয়াল জোর গলায় বললেন, " ৪ জুন ভোট গণনার পর ইন্ডিয়া জোট দেশের ক্ষমতায় আসবে। আমদের জোট সরকার গড়বে। দিল্লি পূর্ম রাজ্যের মর্যাদা পাবে। আমরা নিজেদের এলজি ঠিক করব। ভগবান আমায় ২১টা দিন দিয়েছে। এই কটা দিন আমি ২৪ ঘণ্টা পরিশ্রম করব। গোটা দেশ ঘুরে এই একনায়কতন্ত্রকে পরাস্ত করব।
এর আগে কেজরিওয়াল বলেন, তৃতীয় বার ক্ষমতায় ফিরলে নরেন্দ্র মোদী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-কে জেলে পুরবেন। শুধু মমতাই নয়, বেছে বেছে বিরোধী শিবিরের জনপ্রিয় নেতাদের সকলকে মোদি জেলে পুরবেন বলে দাবি করেছেন আপ প্রধান। দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, "এবার নরেন্দ্র মোদী ফের জিতে গেলে দেশের বিরোধী শিবিরের নেতাদের জেলে ভরবেন। পাশাপাশি নিজের দলের নেতাদেরও মুছে ফেলবেন।" আরও পড়ুন-প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে মুখোমুখি বিতর্কে প্রস্তুত, অবসরপ্রাপ্ত বিচারপতিদের ডাকে সাড়া দিয়ে জানালেন রাহুল গান্ধী
দেখুন ভিডিয়ো
#WATCH | Delhi CM Arvind Kejriwal says, "On June 4, the INDIA alliance government will be formed. We will give statehood to Delhi and we will make our own LG. God has given me 21 days. I will work 24 hours, travel across the country to end this dictatorship..."… pic.twitter.com/4ddkiNgJtj
— ANI (@ANI) May 11, 2024
কেজরি বলেন, "মোদী-শাহ-রা এখন কেরলের মুখ্যমন্ত্রীর পিছনে পড়েছেন। এবার যদি নির্বাচনে জেতেন, আমি লিখে দিচ্ছি আগামী দিনে মমতাদি জেলে থাকবেন, তেজস্বী যাদব, এমকে স্ট্যালিন, পিনারাই বিজয়ন, উদ্ধব ঠাকরে জেলে থাকবেন।"