Bomb Threat: যাত্রীর ব্যাগে 'বোমা', খবর ছড়াতেই ইন্ডিগোর বিমান তড়িঘড়ি নামল পাটনায়, হুলুস্থূল
Bomb Threat (Photo Credit: ANI/Twitter)

পাটনা, ২২ জুলাই: তাঁর ব্যাগের মধ্যে বোমা রয়েছে। ইন্ডিগোর এক বিমান যাত্রী এমন দাবি করার পরপরই তা নিয়ে শোরগোল ছড়ায়।  এরপর দিল্লিগামী (Delhi) ইন্ডিগোর ওই বিমানটিকে তড়িঘড়ি পাটনা (Patna) বিমানবন্দরে নামানো হয়। বৃহস্পতিবার এমনই একটি ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।

রিপোর্টে প্রকাশ, বৃহস্পতিবার দিল্লিগামী ইন্ডিগোর একটি বিমানের যাত্রী দাবি করেন, তাঁর ব্যাগের মধ্যে বোমা রাখা রয়েছে। এরপর সেই বিমানটিকে পাটনায় নামানো হয়।ঘটনার জেরে সঙ্গে সঙ্গে সঙ্গে বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হলেও, ওই যাত্রীর ব্যাগ থেকে কোনও বোমা মেলেনি। ওই ঘটনার পরপরই সংশ্লিষ্ট যাত্রীকে আটক করা হয়। কী কারণে ওই যাত্রী এমন দাবি করেন, সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।

আরও পড়ুন: Vladimir Putin: গুরুতর অসুস্থ পুতিন? প্রেসিডেন্টকে নিয়ে কী জানাল রাশিয়া

তবে ওই ইন্ডিগো বিমানের প্রত্যেক যাত্রীকে নিরাপদে পাটনা বিমানবন্দরে নামানো হয়।