Photo Credits: Ed Sheeran cr - Insta

নয়াদিল্লিঃ ফের বিমানে(Flight) বোমাতঙ্ক(Bomb Threat)। মাঝ আকাশ(Sky) থেকে ফিরে আসতে বাধ্য হল দিল্লিগামী(Delhi) বিমান। জানা গিয়েছে, নিউ ইয়র্ক থেকে দিল্লি আসার পথে, রোম বিমানবন্দরে অবতরণ করতে ওই হয় আমেরিকান এয়ারলাইন্সের ওই বিমানটিকে। যদিও পরবর্তীতে বিমানে তল্লাশি চালিয়ে সন্দেহজনক কিছু উদ্ধার করা যায়নি।

দিল্লিগামী বিমানে বোমাতঙ্ক, মাঝ পথ থেকে ফিরে এল ফ্লাইট

জানা গিয়েছে, এদিন নিউইয়র্ক বিমানবন্দর থেকে ১৯৯ জন যাত্রী এবং ১৫ জন ক্রুকে নিয়ে দিল্লির উদ্যেশে রওনা দিয়েছিল আমেরিকান এয়ারলাইন্সের ফাইট ২৯২। দিল্লি পৌঁছনোর ২ ঘণ্টা আগে বোমাতঙ্ক ছড়াতে ফের ইউ টার্ন নিতে বাধ্য হয় বিমানটি। শেষমেশ রোম বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয় বিমানটিকে। নিরাপদে নামিয়ে নিয়ে যাওয়া হয় যাত্রীদের। এরপর বিমানটিতে তল্লাশি চালানো হয়। কিন্তু কয়েক ঘণ্টাব্যাপী তল্লাশি অভিযান চালিয়েও সন্দেহজনক কিছু উদ্ধার করা যায়নি। তল্লাশি অভিযানে হাত লাগায় ইতালীয় বায়ুসেনা। এক সেনা অফিসার সংবাদমাধ্যমকে জানান, ইমেলের মাধ্যমে ওই বিমানে বোমাতঙ্ক ছড়ানো হয়।

মাঝ আকাশে বোমাতঙ্ক, ইউ টার্ন নিতে বাধ্য হল দিল্লিগামী বিমান