দিল্লি, ১১ নভেম্বর: দিল্লিতে লালকেল্লার কাছে যে বিস্ফোরণ হয়, তাতে জড়িত জইশ-ই-মহম্মদের মত কুখ্যাত জঙ্গি গোষ্ঠী। পাকিস্তানের মদত পুষ্ট এই জঙ্গি গোষ্ঠীর মহিলা শাখাই লালকেল্লার কাছে সোমবার রাতে বিস্ফোরণ ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে খবর।
রিপোর্টে প্রকাশ, জইশ প্রধান মাসুদ আজাহারের বোন সাদিয়া আজাহার যে জঙ্গি সংগঠন চালাচ্ছে, সেখানকার মহিলা সন্ত্রাসবাদীরা দিল্লির বিস্ফোরণে জড়িত।
অপারেশন সিঁদূরের আঘাতে মাসুদ আজাহারের পরিবারের ১০ জন নিহত হয়। মাসুদ আজাহারের ছোট বোন সাদিয়া আজাহারের স্বামী ইউসুফ আজাহারও নিহত হয় ভারতের অপারেশন সিঁদূরর আঘাতে। নিহত ইউসুফ আজাহারের বোন সাদিয়া আজাহারই জইশের মহিলা সংগঠনের বস। ওই মহিলা জঙ্গি বসের সংগঠনই দিল্লির বিস্ফোরণে জড়িত বলে প্রাথমিকভাবে খবর উঠে আসছে।
প্রসঙ্গত মে মাসে যে অপারশেন সিঁদূর সংগঠিত করে ভারত, তার জেরে জইশের ভাওয়ালপুরের সন্ত্রাসী সংঘটন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। ভাওয়ালপুরে মাসুজ আজাহারের পরিবারের যে সদস্যরা ছিল, তাদের মধ্যে ১০ জন নিহত হয় বলে জানা যায়।
প্রসঙ্গত চলতি বছরের অগাস্ট মাস থেকে খবর ছড়ায় জইশের মহিলা সংগঠনের বিষয়ে। সূত্রের তরফে জানা যায়, জইশ প্রধান মাসুদ আজাহার মহিলা জঙ্গিদের সংগঠন তৈরি করছে। যার প্রধান হিসেবে মাসুদ আজাহার নিয়োগ করেছে নিজের ছোট বোন সাদিয়া আজাহারকে। পাকিস্তানের প্রায় প্রত্যেক জেলা থেকে জইশের এই সংগঠন মহিলাদের নিয়োগের কাজ শুরু করেছে। এমনকী, এই জঙ্গি ক্যাম্পে মহিলাদের ১৫ দিনের প্রশিক্ষণ চলছে বলেও খবর আসে।
জইশের মহিলা সংগঠন নিয়ে খবর ছড়াতেই এবার দিল্লি বিস্ফোরণ ওই গোষ্ঠীই জড়িত বলে প্রাথমিক খবর প্রকাশ্যে আসছে।