দিল্লিতে প্রশাসনিক ক্ষমতা কার হাতে থাকবে এই ইস্যুতে অর্ডিন্যান্স পাশের পর বিল আনতে মরিয়া বিজেপি। তবে এরই পাশাপাশি বিরোধী জোট "ইন্ডিয়ার" তরফে এই বিলের বিরোধীতা করা শুরু হয়েছে। এই বিষয়ে রাজ্যসভায় বিতর্কে কংগ্রেস রাজ্যসভা সাংসদ অভিষেক মনু সিংভি জানান, বিজেপির অভিপ্রায় যে কোন প্রকারে নিয়ন্ত্রন করা, এই বিল সম্পূর্ণ অসংবিধানিক, এটি মৌলিকভাবে গণতন্ত্র বিরোধী, এবং এটি আঞ্চলিক আওয়াজ ও দিল্লির মানুষের প্রত্যাশার ওপর সরাসরি আক্রমন। এটি যুক্তরাষ্ট্রের সিভিল সার্ভিসের নিয়মনীতি, বিধানসভা ভিত্তিক সমস্ত গণতন্ত্রের নিয়মকে অমান্য করছে।
দিল্লির ইস্যুতে রাজ্যসভায় এই বিলের প্রবলভাবে বিরোধীতা করবে ইন্ডিয়া মহাজোট। এই কথছা আগেই জানিয়ে রেখেছিলেন আপ, কংগ্রেস এবং অন্যান্য দলের সদস্যরাও। বিলের প্রতি আশাঙ্কা প্রকাশ করে অনেকেই জানিয়েছিলেন যে এই বিল অর্ডিন্যান্সের থেকেও ভয়ঙ্কর। যার পরবর্তীতে অন্যান্য রাজ্যগুলিতেও লাগু হতে পারে। এবং রাজ্যের যে শক্তি তাতে দুর্বল হওয়ারও আশাঙ্কা প্রকাশ করেন অনেকেই।
BJP's approach is to control by hook or crook…this bill is completely unconstitutional, it is fundamentally anti-democratic, and it is a front-term assault on the regional voice and aspirations of the people of Delhi. It violates all principles of federalism, all norms of civil… pic.twitter.com/qgdP4H5YC4
— ANI (@ANI) August 7, 2023