দিল্লি, ১০ নভেম্বর: উদ্ধার করা হল ৩০০ কিলোগ্রাম আরডিএক্স (RDX Found)। জম্মু কাশ্মীর (Jammu And Kashmir Police) পুলিশের একটি দল এই বিপুল পরিমাণ আরডিএক্স উদ্ধার করে। দিল্লির কাছে হরিয়ানার (Haryana) ফরিদাবাদ থেকে এই বিপুল পরিমাণ আরডিএক্স উদ্ধার করা হয়। হরিয়ানার ফরিদাবাদ থেকে বিপুল পরিমাণ আরডিএক্স উদ্ধারের পাশাপাশি একটি এ কে ৪৭ বন্দুকও উদ্ধার করা হয়েছে।
রিপোর্টে প্রকাশ, হরিয়ানার আল ফালাহ হাসপাতালে তল্লাশি অভিযান চালানো হয়। সেই তল্লাশি অভিযানের সময়ই ওই স্কুল থেকে বিপুল পরিমাণ আরডিএক্স যেমন উদ্ধার করা হয়, তেমনি সেখানে থেকে একটি এ কে ৪৭ বন্দুকও উদ্ধার করা হয়েছে।
ডক্টর আদিল আহমেদ নামের এক চিকিৎসককে জেরার পর ওই বিপুল পরিমাণ আরডিএক্সের খবর পায় জম্মু কাশ্মীর পুলিশ। ওই খবর পাওয়ার পরই হরিয়ানার আল ফালাহ হাসপাতালে চালানো হয় তল্লাশি অভিযান। এরপরই সেখান থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ আরডিএক্স।
এসবের পাশাপাশি মুজ়াম্মিল সাকিল নামে আরও এক চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে এই ঘটনায়। ওই মুজ়াম্মিল সাকিলও জেরা করা হচ্ছে বলে খবর।
জানা যাচ্ছে, জম্মু কাশ্মীরের কোথায় বিস্ফোরক লুকনো রয়েছে, সেই সঙ্গে অস্ত্রশস্ত্র মজুদ করেছে জঙ্গিরা, সে বিষয়ে জোর কদমে জেরা চলছে। পাশাপাশি জম্মু কাশ্মীরের একাধিক জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। ডক্টর মুজ়াম্মিল সাকিল নামে ওই ব্যক্তি দিল্লির কাছে বিপুল পরিমাণ আরডিএক্স রাখার ব্যবস্থা সম্পন্ন করে বলে প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে। ফলে মুজ়াম্মিল সাকিলকে জোর কদমে জেরার প্রক্রিয়া শুরু হয়েছে।
সূত্রের খবর, রবিবার অর্থাৎ ৯ নভেম্বর গোটা কাশ্মীর উপত্যকা জুড়ে তল্লাশি শুরু করে পুলিশ। ওই তল্লাশি অভিযানের জেরে পরপর ৯ জনকে পাকড়াও করা হয়েছে। যাদের মধ্যে রয়েছে এক মহিলাও। রবিবারের পর সোমবারও গোটা উপত্যকা জুড়ে তল্লাশি অভিযান শুরু হয়েছে বলে খবর।