এক নাগাড়ে বৃষ্টির জেরে দিল্লি বিমানবন্দরের (Delhi Airport) টার্মিনাল একের ছাদের একাংশ ভেঙে পড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। দিল্লি বিমানবন্দরের টার্মিনাল একের ছাদের কিছুটা অংশ ভেঙে পড়ায় একজনের মৃত্যুর খবর মেলে। যে ব্যক্তির মৃত্যু হয়েছে দুর্ঘটনার জেরে, তাঁর পরিবারকে ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। ঘোষণা করেন অসামরিক বিমান পরিবহনমন্ত্রী রামমোহন নায়ডু। পাশাপাশি ২৮ জুনের ঘটনায় যাঁরা আহত, তাঁদের প্রত্যেককে ৩ লক্ষ টাকা করে ক্ষতিপূর্ণ দেওয়া হবে বলে কেন্দ্রীয় মন্ত্রী ঘোষণা করেন।
দেখুন ট্যুইট...
Watch | Minister of Civil Aviation Rammohan Naidu announced ₹20 lakh compensation for the kin of the deceased, and ₹3 lakh for the injured after the roof of Terminal 1 in #DelhiAirport collapsed amid heavy rains on June 28. https://t.co/Jolo9qcQuI
— The Hindu (@the_hindu) June 28, 2024