দিল্লি, ২৮ জুন: দিল্লি বিমানবন্দরে (Delhi Airport) দুর্ঘটনার জেরে চাপানউতোর শুরু হয়েছে জোরদার। একটানা বৃষ্টির জেরে দিল্লি বিমানবন্দরে যে দুর্ঘটনা ঘটে, তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (PM Narendra Modi) কাঠগড়ায় তুলল কংগ্রেস। ভারতে বিশ্বমানের পরিকাঠামো রয়েছে বলে প্রধানমন্ত্রী যে দাবি করেন, তার বিরুদ্ধে সুর চড়ান কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। গত ১০ বছরে মোদী সরকারের আমলে যে দুর্নীতি হয়েছে, তার জেরে একাধিক জায়গার বিভিন্ন জিনিসপত্র তাসের ঘরের মত ভেঙে পড়তে শুরু করেছে বলেও তোপ দাগেন কংগ্রেস সভাপতি। দিল্লি বিমানবন্দরে দুর্ঘটনার পর নিজের সোশ্যাল হ্যান্ডেলে মোদীর সরকারের বিরুদ্ধে তোপ দাগতে শুরু করেন মল্লিকার্জুন খাড়গে।
আরও পড়ুন: Delhi Heavy Rain: মুষলধারে বৃষ্টিতে বিমানবন্দরের ছাদের একাংশ ভেঙে মৃত ১, ঘটনাস্থলে কেন্দ্রীয় মন্ত্রী
দেখুন খাড়গের ট্যুইট...
Corruption and criminal negligence is responsible for the collapse of shoddy infrastructure falling like a deck of cards, in the past 10 years of Modi Govt.
Delhi Airport (T1) roof collapse,
Jabalpur airport roof collapse,
Abysmal condition of Ayodhya's new roads,
Ram…
— Mallikarjun Kharge (@kharge) June 28, 2024
নিজের সোশ্যাল হ্যান্ডেলে একাধিক পরিসংখ্যানের উল্লেখ করে ট্যুইট করেন কংগ্রেস নেতা। মল্লিকার্জুন খাড়গে যে পরিসংখ্যানের উল্লেখ করেন, তা দিয়েই কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে তোপ দাগা হয়। যা নিয়ে ফের বিজেপি এবং কংগ্রেসের মধ্যে রাজনৈতিক কড়চা শুরু হয়েছে।