নয়াদিল্লিঃ রোজের মতো শনিবারও বন্ধুদের সঙ্গে মাঠে ক্রিকেট (Cricket) খেলতে গিয়েছিল কিশোর। বাড়িতে অপেক্ষা করছিলেন মা। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেও আর ঘরে ফিরল না ছেলে । মাঠেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় কিশোরের। ঘটনাটি ঘটেছে দিল্লির ( Delhi) রানহোলা(Ranhula) এলাকায়। জানা গিয়েছে,শনিবার বিকেলে বন্ধুদের সঙ্গে মাঠে ক্রিকেট খেলতে গিয়েছিল ওই কিশোর। খেলতে-খেলতে বল গড়িয়ে চলে যায় মাঠের একটি লোহার খুঁটির সামনে। বল কুড়তে গেলেই বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। তার চিৎকারে ছুটে আসে বন্ধুরা। সঙ্গে-সঙ্গে লোকজন জড়ো হয়ে যায়। কিশোরকে নিয়ে যাওয়া হয় স্থানীয় দীনদয়াল উপাধ্যায় হাসপাতালে। তবে সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। লোহার খুঁটিতে হাত দেওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে পুলিশের অনুমান। এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া। সংবাদমাধ্যম পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে কান্নায় ভেঙে পড়েছেন মৃত শিশুর মা। কাঁদতে-কাঁদতে তিনি বলেন, "খেলতে গিয়েছিল আমার ছেলে। আজ সেখানেই একটা লোহার পাইপ থেকে এই ঘটনা ঘটে। কেউ সরিয়ে দিল না পাইপটা। আজ যদি আমার ছেলের সঙ্গে এই ঘটনা ঘটে তাহলে যে কারও সঙ্গে একই দুর্ঘটনা ঘটতে পারে। আমি এর বিচার চাই।"
শুনুন কী বলছেন মৃত কিশোরের মা
VIDEO | A child died after being electrocuted at a cricket academy located at Kotla Vihar in Ranhaula, Delhi. Here’s what his mother said.
“My child went to play the match yesterday. He went to bring back the ball, however, came in contact with a wire wrapped in an iron pipe. No… pic.twitter.com/AU7bA2fPBt
— Press Trust of India (@PTI_News) August 11, 2024