নয়াদিল্লিঃ দিনের আলোয় ঘটে গেল মর্মান্তিক একটি দুর্ঘটনা। রাস্তায় বিদ্যুৎস্পৃষ্ট(Electrocuted ) হয়ে মৃত্যু হল এক কিশোরের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরও এক। বুধবার, ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের(Andhra Pradesh) কাদাপা টাউন এলাকায়। জানা গিয়েছে, স্কুল থেকে সাইকেলে চেপে বাড়ি ফিরছিল নিহত দুই বালক। পথে বিদ্যুতের তারের সংস্পর্শে আসলে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। আরেকজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তার অবস্থা আশঙ্কাজনক। গোটা ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। এই ঘটনায় বিদ্যুৎ বিভাগকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন স্থানীয়রা। কীভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে প্রশাসন। অন্যদিকে এই ঘটনায় মৃত কিশোরের পরিবাররে পাশে থাকার আশ্বাস দিয়েছেন কাদাপার বিধায়ক মাধুরী রেড্ডি। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী নাড়া লোকেশ। আহত শিশুর চিকিৎসায় যেন কোনও ত্রুটি না থাকে এমনটাই নির্দেশ দিয়েছেন তিনি। এ ছাড়া বিদ্যুৎ বিভাগকে সতর্কতার সঙ্গে কাজ করার অনুরোধ জানিয়েছেন তিনি। আহত কিশোরের পরিবাররে পাশে রয়েছে অন্ধ্রসরকার এমন আশ্বাসও মিলেছে শিক্ষামন্ত্রীর তরফে।
নির্মম পরিণতি দুই কিশোরের
On CCTV, Andhra Boy Electrocuted While Returning From School On Cycle https://t.co/Lcsc81AZPv pic.twitter.com/bkfyl0Di9j
— NDTV (@ndtv) August 22, 2024