জম্মু ও কাশ্মীরের শ্রীনগর সফরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ শুরু করেন। যার নাম 'দেখো আপনা দেশ পিপলস চয়েস ২০২৪'। দেশের পর্যটনের স্পন্দন নির্ধারণের লক্ষ্যে এই দেশব্যাপী উদ্যোগ। এই উদ্যোগটি আধ্যাত্মিক, সাংস্কৃতিক ও ঐতিহ্য, প্রকৃতি এবং বন্যপ্রাণী এবং অ্যাডভেঞ্চার সহ বিভিন্ন পর্যটন বিভাগকে জুড়ে দেশের সর্বাধিক পছন্দের পর্যটন আকর্ষণগুলি চিহ্নিত করতে এবং তর উপলব্ধি বোঝার জন্য নাগরিকদের অংশগ্রহণ করতে সাহায্য করবে। কাশ্মীরের জনসভায় কী বললেন তিনি। শুনে নেব -
For the convenience of people, development projects in Hazratbal Shrine have been completed
The Government has identified 40 locations nationwide for tourist development over the next two years. Today, the 'Dekho Apna Desh People’s Choice 2024' campaign has also been launched:… pic.twitter.com/Kw8z6zgT7Q
— PIB India (@PIB_India) March 7, 2024ৎ
ভারত সরকারের নাগরিক এনগেজমেন্ট পোর্টাল (MyGov)এর সহযোগিতায়, , 'দেখো আপনা দেশ' এই উদ্যোগটি দেশজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা পর্যটন কেন্দ্রগুলিকে আরও উন্নত করার লক্ষ্যে কেন্দ্রের পরিকল্পিত ইভেন্টের একটি সিরিজের অংশ। এর আগে 'পর্যটন পর্ব - দেখো আপনা দেশ ভিডিও প্রতিযোগিতা' এবং 'পর্যটন পর্ব - দেখো আপনা দেশ ব্লগ প্রতিযোগিতা'-এরও লক্ষ্য ছিল বিশ্বের কাছে ভারতের সৌন্দর্য এবং বৈচিত্র্য প্রদর্শন করা।এর আগে এরকম একটি ইভেন্ট ছিল 'পর্যটন পর্ব- দেখো আপনা দেশ ফটো কম্পিটিশন', যেটি ২৬ সেপ্টেম্বর থেকে ২০ অক্টোবর, ২০১৭ পর্যন্ত চলেছিল। অংশগ্রহণকারীদের তাদের ক্যামেরায় তোলা অবিশ্বাস্য ভারতের ছবিগুলি শেয়ার করেছিল। পুরস্কার বিজয়ীদের নির্বাচিত ছবিগুলি পর্যটন মন্ত্রকে ব্যবহার করা হয়েছিল।
Launched by Hon’ble PM Shri @narendramodi ji, the ‘Dekho Apna Desh People’s Choice 2024’ is a visionary initiative for Bharatiyas to select their favourite destinations to visit in the country.
Blessed by Maa Kamakhya, our beautiful State of Assam is home to the World Heritage… pic.twitter.com/WucrrelNjK
— Jayanta Mallabaruah (Modi Ka Parivar) (@jayanta_malla) March 8, 2024
Excited about 'Dekho Apna Desh People's Choice 2024' initiative! Thanks to PM Narendra Modijii for involving citizens in shaping the future of tourism, amplifying our nation's diverse attractions. pic.twitter.com/M86Ss7CxC6
— shabnum shafi 119 (@alvia_mir230) March 7, 2024