লেহ হাসপাতালে নরেন্দ্র মোদি (Photo: ANI)

নতুন দিল্লি, ৪ জুলাই: গতকাল লাদাখ সফরে গিয়ে লেহ হাসপাতালে (Leh General Hospital) যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। ওই হাসপাতালেই চিকিৎসা চলছে ১৫ জুন চিন সেনার সঙ্গে সংঘর্ষে জখম ভারতীয় সেনাদের। জওয়ানদের সঙ্গে কথা বলে তাঁদের শারীরিক অবস্থার খোঁজ নেন তিনি। হাসপাতালেই মোদি বলেন, "বীরত্বের সঙ্গে আপনারা লড়েছেন। যে বীর জওয়ানরা আমাদের ছেড়ে চলে গেছেন, তাঁরা বিনা কারণে চলে যাননি। আপনারা সকলেই একটি উপযুক্ত উত্তর দিয়েছেন। আপনাদের সাহসিকতা ও যে রক্ত ঝরিয়েছেন তা আমাদের যুবসমাজ ও দেশবাসীকে অনুপ্রাণিত করবে।"

যদিও হাসপাতালের পরিকাঠামো ও অবস্থা নিয়ে প্রশ্ন তোলে অনেকে। আজ এ নিয়ে বিবৃতি দিল প্রতিরক্ষা মন্ত্রক (Defence Ministry)। বিবৃতিতে বলা হয়েছে, ৩ জুলাই লেহ জেনারেল হাসপাতালে গেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই হাসপাতালের অবস্থা সম্পর্কে কয়েকটি মহল বিদ্বেষপূর্ণ এবং অসমর্থিত অভিযোগ তুলছে। করোনাভাইরাসের সংক্রমণ রুখতেই গালওয়ান সংঘর্ষে জখম জওয়ানদের সেখানে রাখা হয়েছে। সেনা প্রধান জেনারেল এম এম নারাভানে এবং সেনা কমান্ডার একই জায়গায় জখম জওয়ানদের দেখে গেছেন।" আরও পড়ুন: PM Modi's Ladakh visit: চিনা সেনার সঙ্গে সংঘর্ষে জখম ভারতীয় জওয়ানদের হাসপাতালে দেখতে গেলেন নরেন্দ্র মোদি

প্রতিরক্ষা মন্ত্রক বলেছে, এটি দুর্ভাগ্যজনক যে সশস্ত্র বাহিনীর সঙ্গে কীভাবে আচরণ করা হয় সে বিষয়ে নানা প্রশ্ন ছুঁড়ে দেওয়া হচ্ছে। সশস্ত্র বাহিনী তাদের কর্মীদের সর্বোত্তম চিকিৎসা দেয়। এটি স্পষ্ট করে জানিয়ে দেওয়া হচ্ছে যে যে জায়গায় জওয়ানদের রাখা হয়েছে সেটি ১০০ বেডের জরুরি ওয়ার্ড, এবং লেহ জেনারেল হাসপাতাল কমপ্লেক্সের অংশ।"