Rajnath Singh Over LAC Standoff: লাদাখের নিয়ন্ত্রণ রেখা নিয়ে ভারত ও চিনের দ্বন্দ্বে অবশেষে মুখ খুললেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং(File Photo)

নতুন দিল্লি, ৩১ মে: করোনা পরিস্থিতির মধ্যে লাদাখ (Ladakh) সীমান্তে সীমা নিয়ে চলছে ভার-চিন তরজা। এই নিয়ে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং নিশ্চুপই ছিলেন। তবে এবার লাদাখের নিয়ন্ত্রণ রেখা (এলএসি) নিয়ে ভারত ও চিনের মধ্যে যে দ্বন্দ্ব চলছে তা নিয়ে শনিবার মুখ খুললেন রাজনাথ সিং (Rajnath Singh)। একটি নিউজ চ্যানেলে কথোপকথনের সময়, রাজনাথ সিং বলেন, ভারত ও চিন সামরিক এবং কূটনৈতিক পর্যায়ে একে অপরের সঙ্গে যোগাযোগ করছে। এটি ১৯৬২-র ভারত নয় যে আঙ্গুল বাঁকাতে হবে।

তিনি স্পষ্ট জানান, "আমি জানাতে চাই চিনের সঙ্গে সামরিক ও কূটনৈতিক পর্যায়ে আলোচনা চলছে। চিন পরিস্থিতি সমাধানেও আগ্রহ প্রকাশ করেছে। ভারতও চেষ্টা করছে যে কোনও পরিস্থিতিতে উত্তেজনা যেন না বাড়ে ... পরিস্থিতি সমাধান করতে হবে।" প্রতিরক্ষা মন্ত্রী স্বীকার করেন "এলএসি-তে অস্বস্তির পরিস্থিতি গড়ে উঠেছে" তবে সমাধানের প্রক্রিয়াটি জোর দিয়েই দেখা হচ্ছে। আরও পড়ুন, জারি হল পঞ্চম দফার লকডাউন; আজ 'মন কি বাত'-র ৬৪তম অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন নরেন্দ্র মোদি

তিনি আরও বলেন,"কেউ কেউ এই সত্যকে অস্বীকার করতে পারে না যে ভারত-চিন সীমান্ত সম্পর্কে মত পার্থক্য রয়েছ। কোনও প্রশ্নই আসে না এবং কেউ ভাববেও না যে ১৯৬২-র পরিস্থিতির মতো ভারতও আঙ্গুল বাঁকাবে।" মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সীমান্ত বিরোধ নিয়ে ভারত ও চিনের মধ্যস্থতার আগ্রহ প্রকাশ করেন। এরই প্রতিক্রিয়া দিয়ে রাজনাথ সিং বলেন, তিনি মার্কিন প্রতিরক্ষা সচিব মার্ক টি এস্পারকে জানিয়েছিলেন যে এ জাতীয় পরিস্থিতি সমাধানের জন্য ভারতে প্রতিষ্ঠিত ব্যবস্থা রয়েছে।