কটক, ১৮ জুন: ওডিশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় সরকারী হিসেবে মৃত্যুর সংখ্যা বেড়ে হল ২৯২। ১৬ দিন আগে বালাসোরের বাহানাগা বাজার স্টেশনে তিনটি ট্রেনের সংঘর্ষের দুর্ঘটনায় জখম কলকাতার এক ব্যক্তি এদিন কটকের এসসিবি মেডিক্যাল কলেজ (Cuttack SCB Hospital) হাসপাতালে মারা গেলেন। কটকের হাসপাতালের সেন্ট্রাল আইসিইউ-তে জীবনযুদ্ধে হেরে যাওয়া সেই ব্যক্তির নাম পল্টু নস্কর। গত ২ জুন সেই অভিশপ্ত করমণ্ডল এক্সপ্রেসের যাত্রী ছিলেন তিনি। এমনটাই খবর। গত পাঁচ দিনে কটকের SCB হাসপাতালে ভর্তি এই নিয়ে চারজন জখম যাত্রী মারা গেলেন।
এখনও ট্রেন দুর্ঘটনায় জখম ৪৫ জনের চিকিতসা চলছে কটকের এই হাসপাতালে। তার মধ্যে ১২ জন ভর্তি আছেন আইসিইউ-তে, বাকিরা সাধারণ ওয়ার্ডে। গতকাল, শনিবার কটকের এসসিবি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি থাকা ট্রেন দুর্ঘটনায় জখম আরও সোহেন মনসোর নামের একজন ব্য়ক্তির মৃত্যু হয়েছিল। তিনি বিহারের বাসিন্দা। তিনি কার্ডিয়াক অ্যারেস্টে মারা যান।
Death toll in #OdishaTrainTragedy rises to 292 after one more injured passenger dies while undergoing treatment at Central ICU of SCB Medical College and Hospital in #Cuttack; the deceased identified as Paltu Naskar from #Kolkata pic.twitter.com/CtfkbYISAS
— OTV (@otvnews) June 18, 2023
ওডিশায় ট্রেন দুর্ঘটনায় নিহতদের ১০ লক্ষ টাকা, গুরুতর আহতদের ২ লক্ষ টাকা এবং অল্প আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দিচ্ছে কেন্দ্রীয় সরকার। এদিকে, বালাসোরের বাহানাগ বাজার স্টেশন সিল করে এখনও তদন্ত চালিয়ে যাচ্ছে সিবিআই। আরও একবার স্টেশনের কর্মী, স্টেশন মাস্টারদের সঙ্গে কথা বলেছেন সিবিআই তদন্তকারীরা। ঘটনার প্রত্যক্ষদর্শীদের সঙ্গেও বারবার কথা বলতে দেখা যাচ্ছে তাদের।