নতুন দিল্লি, ১৯ জুন: দিল্লি আদালত (Delhi Court) শুক্রবার জম্মু ও কাশ্মীরের বহিস্কৃত ডিএসপি দেবিন্দর সিং-র (Devinder Singh) জামিন মঞ্জুর করে দেয়। গতছর দু'জন হিজবুল মুজাহিদিন জঙ্গিকে গাড়িতে করে নিয়ে যাওয়ার সময় শ্রীনগর-জম্মু হাইওয়ের থেকে গ্রেফতার করা হয় তাঁকে। দিল্লি পুলিশ অভিযোগ দায়ের করতে ব্যর্থ হওয়ায় জামিন মঞ্জুর করে দেওয়া হয়। বুধবার তাঁকে জামিনের জন্য দিল্লি আদালতে পাঠানো হয়।
দেবিন্দর সিং এবং আরও একজন অভিযুক্ত ইরফান শফি মীরের নামে অভিযোগ দায়ের করতে ব্যর্থ হওয়ায় জামিন মঞ্জুর করে দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে চার্জশিট দাখিল করা হয়নি বলে তাদের জামিনে মুক্তি দেওয়া হয়। আরও পড়ুন, করোনা আক্রান্ত দিল্লির স্বাস্থ্য মন্ত্রীর শারীরিক অবস্থা সংকট জনক, রয়েছেন ভেন্টিলেশনে
A Delhi court grants bail to suspended J&K DSP Davinder Singh, in connection with a terror case after Delhi Police fails to file charge-sheet within the stipulated period, says lawyer
— ANI (@ANI) June 19, 2020
গতবছর কাশ্মীরে ২ হিজবুল জঙ্গির সঙ্গে গ্রেফতার হন ডিএসপি দেবিন্দর সিং। শ্রীনগর বিমানবন্দরের অ্যান্টি হাইজ্যাকিং শাখায় কর্মরত দেবিন্দর ওই দুই জঙ্গিকে কাশ্মীরের বাইরে বের করে দেওয়ার জন্য নিয়েছিলেন বিপুল অর্থ। জম্মু ও কাশ্মীর পুলিশ দাবি করেছিল সেই টাকার অঙ্ক জঙ্গিপিছু ১২ লাখ। ঘটনার দিন কাশ্মীরের জওহর টানেল পার করার আগেই ধরা পড়েন দেবিন্দর। তাঁর দাবি,জঙ্গি নাভেদ ও রফিকে তিনি জম্মু নিয়ে যাচ্ছিলেন আত্মসমর্পণ করাতে। কিন্তু দেবিন্দরের ওই দাবিতে জল ঢেলে দিয়েছেন নাভেদ ও রফি। ওই দাবির কথা অস্বীকার করে তারা।
দিল্লি পুলিশ ইন্ডিয়ান পেনাল কোড বিভাগ ১২০ বি (অপরাধমূলক ষড়যন্ত্র)-র প্রথম তথ্য প্রতিবেদন (এফআইআর) দায়ের করে।