নয়াদিল্লিঃ যতদিন যাচ্ছে বেড়েই চলেছে সাইবার প্রতারণার (Cyber Crime) ঘটনা। প্রতারকদের জালে পা দিয়ে লক্ষ-লক্ষ টাকা খোয়াচ্ছে মানুষ। শুধু অর্থনৈতিকভাবেই নয় মানুষকে মানসিকভাবেও (Emotionally) বিপর্যস্ত করে দিচ্ছে এই ধরনের প্রতারণার ঘটনা। বর্তমানে জালিয়াতির জন্য ডেটিং অ্যাপকে (Dating App) বেছে নিচ্ছে প্রতারকেরা। এই সব অ্যাপের মাধ্যমে যুবকদের ফাঁসিয়ে তাঁদের সর্বশ্রান্ত করে দিচ্ছে তাঁরা। এরকমই এক প্রতারণা চক্রের শিকার হয়ে ২৮ লক্ষ টাকা খোয়ালেন বিশাখাপত্তনমের এক যুবক। পেশায় ইঞ্জিনিয়ার (Engineer) তিনি। অভিযোগ, ডেটিং অ্যাপের মাধ্যমে একজনের সঙ্গে যোগাযোগ হয় তাঁর। চ্যাটে কথাবার্তা ভালই এগোয়। এরপরই অনলাইনে ঘনিষ্ট মুহূর্ত শেয়ার করেন তাঁরা। এরপর থেকেই ওই যুবককে তাঁর গোপন ছবি এবং চ্যাট ফাঁস করে দেওয়ার হুমকি দেওয়া হয়। ২৮ লক্ষ টাকা দাবি করে প্রতারকেরা। হুমকির ভয়ে প্রতারকদের ২৮ লক্ষ টাকা দিয়ে দেন ওই যুবক। এরপর বিশাখাপত্তনম সাইবার ক্রাইম সেলের দ্বারস্থ হন ওই যুবক। তদন্তে নেমে গোয়েন্দারা জানতে পারেন কোনও তরুণী নয়, একজন পুরুষের সঙ্গে এতদিন চ্যাট করে গিয়েছেন ওই যুবক। প্রতারকের নাম কোম্মাগনি লোকেশ। বয়স ২৫। তেলেঙ্গানার নালগোন্ডা জেলার নারকেটপাল্লির বাসিন্দা সে। তরুণীর ছদ্মবেশে ওই যুবকের থেকে ২৮ লক্ষ টাকা হাতিয়েছে সে। তার সঙ্গে এই ঘটনায় যুক্ত আছে আরও দু'জন। মোট তিনজন মিলে এই প্রতারণা চক্র চালায় তারা। মেয়েদের নাম এবং ছবি দিয়ে ডেটিং অ্যাপে অ্যাকাউন্ট খুলে চ্যাটের মাধ্যমে যুবকদের ফাঁসিয়ে তাঁদের থেকে টাকা আদায় করে তারা। এই প্রতারকদের হন্যে হয়ে খুঁজছে পুলিশ।
An engineer from Vizag lost Rs 28 lakh after falling victim to a new romance scam on a dating app.#DatingApp #Scam
Read More: https://t.co/zaKueyM4ZL pic.twitter.com/S2VTA3gI2A
— IndiaToday (@IndiaToday) July 29, 2024