![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2021/07/dalit-youth-380x214.jpg)
বেঙ্গালুরু, ১৫ জুন: ফের দলিত (Dalit) খুনের অভিযোগ উঠল কর্ণাটকে (Karnataka) । এবার কর্ণাটকের টুমকুর জেলায় দলিত সম্প্রদায়ের এক ব্যক্তিকে খুন করা হয় বলে অভিযোগ। টুমকুরের গুব্বি গ্রামের ওই ঘটনায় ফের চাঞ্চল্য ছড়িয়েছে।
টুমকুরের গুব্বি গ্রামে দলিত ব্যক্তির খুনের অভিযোগ প্রকাশ্যে আসতেই সেখানে হাজির হয় পুলিশ (Police)। ওই ঘটনায় শোরগোল শুরু হতেই পুলিশ তড়িঘড়ি তদন্ত শুরু করে। ওই ঘটনার পরপরই কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী নিহতের পরিবারের সঙ্গে দেখা করেন।
আরও পড়ুন: Karanvir Bohra: জনপ্রিয় টেলি অভিনেতা করণভীর ভোরার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, শোরগোল
নিহতর পরিবারের প্রতি সমবেদনা জানান কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী। টুমকুরে কী কারণে ওই দলিত সম্প্রদায়ের ব্যক্তিকে খুন করা হল, সে বিষয়ে এখনও কোনও তথ্য হাতে আসেনি পুলিশের। নিহতের পরিবারের তরফেও এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি। তবে কর্ণাটকের ওই ঘটনায় স্থানীয় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।