Cyclone Vayu: তীব্র গতিতে ধেয়ে আসছে ঘূর্নিঝড় ‘‌বায়ু’, আর কয়েকঘণ্টার মধ্যেই আছড়ে পড়বে গুজরাট উপকূলে
ধেয়ে আসছে বায়ু। (File image/Photo Credits: IANS)

দিল্লি, ১২ জুন, ২০১৯:‌ ফণীর রেশ কাটতে না কাটতেই হাজির বায়ু(Vayu)। রুদ্র মূর্তি ধারণ করেছে ঘূর্ণিঝড় বায়ু(Cyclone Vayu)। প্রবল গতিতে ধেয়ে আসছে উপকূলের দিকে। আগামী কয়েকঘণ্টায় আরব সাগরে আরও শক্তিবৃদ্ধি করবে বায়ু। বৃহস্পতিবার সকালে গুজরাটের(Gujrat) ভেরাবলে আছড়ে পড়ার কথা। যার প্রভাব পড়বে গুজরাট, মহারাষ্ট্র এবং কর্নাটকে।

ইতিমধ্যেই এই তিন রাজ্যে প্রবল ঝড়বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জরুরি বৈঠকও করেছেন এই নিয়ে। গুজরাটের আরব সাগরের উপকূলবর্তী জেলা গুলির বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বিপর্যয় মোকাবিলা দপ্তরের ২৬টি দল ইতিমধ্যেই গুজরাটে পৌঁছে গিয়েছে। প্রত্যেকটি দলে রয়েছে ৪৬ জন করে সদস্য। আরও পড়ুন, খেলনাগাড়িতে চড়ে শৈশব দেখতে গিয়ে বিপত্তি, শেষপর্যন্ত গাড়ি কেটে মুক্তি মিলল মহিলার

গুজরাটের স্কুল গুলিকে ১৫ তারিখ পর্যন্ত ছুটি দিয়ে দেওয়া হয়েছে। গুজরাট সরকারের অনুরোধে আরও ১০টি বিপর্যয় মোকাবিলা দল প্রস্তুত রাখা হয়েছে।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ১৩ জুন ঘণ্টায় ১৩৫ কিলোমিটার বেগে গুজরাট উপকূলে আছড়ে পড়বে বায়ু। ১২ জুন রাত থেকেই গুজরাটের দক্ষিণের জেলাগুলিতে ঝড়বৃষ্টি শুরু হয়ে যাবে। জুনাগড়, সোমনাথ, দিউতেও হবে ভারী থেকে অতিভারী বৃষ্টি শুরু হয়ে যাবে গুজরাটের উপকূলবর্তী জেলা গুলিতে।