Cyclone Montha Landfall (Photo Credit: X/PTI)

হায়দরাবাদ, ২৯ অক্টোবর: অন্ধ্রপ্রদেশে (Andhra Pradesh) আছড়ে পড়ল ঘূর্ণিঝড় মন্থা (Cyclone Montha)। আবহাওয়া দফতরের পূর্ব ঘোষণা অনুযায়ী, মঙ্গলবার সন্ধে গড়িয়ে রাত নামতেই আছড়ে পড়ে এই সাইক্লোন। অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ার কাছে আছড়ে পড়ে এই ঘূর্ণিঝড়। তবে আগামী ২ ঘণ্টা ধরে এখনও এই সাইক্লোনের ল্যান্ডফল একটানা চলবে বলে জানানো হয়েছে।

ঘূর্ণিঝড় মন্থা আছড়ে পড়তেই ১ জনের মৃত্যুর খবর মিলছে। সেই সঙ্গে ২ জন আহত বলে জানা যাচ্ছে। রিপোর্টে প্রকাশ, ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল চলাকালীন কোনসীমায় গাছ উপড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সেই সঙ্গে আরও ২টি নারকেল গাছ উপড়ে পড়ে এক কিশোর এবং এক অটো চালক আহত হয়েছেন। সবকিছু মিলিয়ে ঘূর্ণিঝড় মন্থা ল্যান্ডফল করতেই তা নিয়ে আতঙ্ক ছড়াতে শুরু করেছে অন্ধ্রপ্রদেশে।

আরও পড়ুন: Cyclone Montha: ঘূর্ণিঝড় মন্থার 'ল্যান্ডফল' শুরু হল, ভয়ে কাঁটা অন্ধ্র, মানুষ কাঁপছে আতঙ্কে

মঙ্গলবার সন্ধে ৭টা থেকে যে ল্যান্ডফল শুরু হয়েছে, আগামী আরও ২ ঘণ্টা তা চলবে বলে আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে। অন্ধ্রপ্রদেশের তিন উপকূল মছলিপত্তনম, কলিঙ্গপত্তনম এবং কাকিনাড়া জুড়ে মন্থার এই স্থলভাগে আছড়ে পড়া আগামী ২ ঘণ্টা ধরে চলবে বলে জানা যাচ্ছে।

এই মুহূর্তে মন্থার গতিবেগ ঘণ্টায় ১০০ কিলোমিটার রয়েছে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে মন্থার গতিবেগ ঘণ্টায় ১১০ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে।