শুরু হয়ে গেল সাইক্লোন মন্থার ল্যান্ডফল (Cyclone Montha)। আগামী ৩ থেকে ৪ ঘণ্টা ধরে স্থলভাগে ঘূর্ণিঝড়ের আছড়ে পড়ার প্রক্রিয়া চলবে। এমনই জানানো হল আবহাওয়া দফতরের তরফে। আবহাওয়া দফতরের কথা মত, ঘূর্ণিঝড় মন্থা মঙ্গলবার সন্ধে গড়িয়ে রাত নামতেই স্থলভাগে আছড়ে পড়ার প্রক্রিয়া শুরু করেছে। অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ার কাছে এই মন্থা আছড়ে পড়বে বলে জানা যাচ্ছে।

যার জেরে ভাইজ়াগ, শ্রীকাকুলাম, মছলিপত্তনম-সহ অন্ধ্রের একাধিক এলাকায় লাল সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয়রা যাতে ঘররে বাইরে না বেরোন, সে বিষয়ে প্রশাসনের তরফে বার বার আবেদন জানানো হয়েছে।

পাশাপাশি উপকূল অঞ্চল থেকে স্থানীয়দের সরিয়ে আশ্রয় শিবিরে নিয়ে যাওয়ার কাজও জোর কদমে চলছে বলে খবর।

আরও পড়ুন: Cyclone Montha: আকাশ কালো, ঘূর্ণিঝড়ের 'ল্যান্ডফলের' আগেই যেন গিলতে আসছে সমুদ্র, দেখুন ভিডিয়ো

স্থলভাগে আছড়ে পড়ার প্রক্রিয়া শুরু হল ঘূর্ণিঝড় মন্থার...

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)