Cyclone, Representational Image (Photo Credit: X@ANI)

Cyclone Montha: ধেয়ে আসছে 'ঘূর্ণিঝড় মোন্থা'। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নতুন এই ঘূর্ণিঝড়। আবহাওয়া দফতরের (IMD) সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, বর্তমানে এই ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্বে সঞ্চারিত একটি নিম্নচাপ থেকে ধীরে ধীরে গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে। আগামী সোমবার, ২৭ অক্টোবর সকালে এটি পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে আশঙ্কা। যার প্রভাব পড়তে পারে অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী অঞ্চল, চেন্নাইয়ের কিছু জায়গা ও ওডিশার উপকূলসংলগ্ন অংশে। আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপটি ইতিমধ্যেই সুস্পষ্টভাবে চিহ্নিত এবং পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে এগিয়ে আসছে। যদিও এর ঠিক কোন জায়গায় স্থলভাগে আঘাত হানবে, তা এখনও নির্দিষ্টভাবে বলা সম্ভব হয়নি।

কীভাবে এই ঘূর্ণিঝড়ের নামকরণ হল

থাইল্যান্ডের প্রস্তাবিত নাম 'মোন্থা' (Montha) থাই ভাষায় অর্থ 'সুগন্ধি ফুল' বা 'অলঙ্কারিক সুন্দর ফুল'। উত্তর ভারত মহাসাগরের ঘূর্ণিঝড়গুলির জন্য বিশ্ব আবহাওয়া সংস্থার (WMO) নামকরণের নিয়ম অনুযায়ী এই নামটি নির্ধারণ করা হয়েছে।

দেখুন খবরটি

মূল প্রভাব উপকূলীয় অন্ধ্র প্রদেশে

IMD সূত্রে জানা গিয়েছে, ঘূর্ণিঝড়টির মূল প্রভাব পড়বে উপকূলীয় অন্ধ্রপ্রদেশে। ওড়িশার বহু জেলাতেই ভারী থেকে অতিভারী বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে বুধবার পর্যন্ত ওড়িশার উপকূল ও দক্ষিণাঞ্চলে ব্যাপক বৃষ্টিপাতের আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এই সময়ের জন্য ভুবনেশ্বরের আঞ্চলিক আবহাওয়া দফতর একাধিক সতর্কতা জারি করেছে। সোমবার কটক, পুরী, নায়াগড় সহ ওডিশার ১১টি জেলায় হলুদ সতর্কতা, কেন্দ্রাপাড়ায়, খেরদায় মঙ্গলবার কমলা সতর্কতা ও বুধবার ময়ূরভঞ্জ, বালেশ্বর ও ভদ্রকে কমলা সতর্কতা জারি করা হয়েছে। অন্ধ্রপ্রদেশের কিছু উপকূলবর্তী অংশেও সোমবার হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

৬০-৭০ কিমি বেগে দমকা হাওয়ার সম্ভাবনা

ওডিশার বেশ কয়েকটি জায়গায় সোমবার থেকে বজ্রবিদ্যুৎসহ প্রবল বর্ষণ, সঙ্গে ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে, আবহাওয়া দফতর মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে শনিবার থেকেই, কারণ সমুদ্র তখন অত্যন্ত উত্তাল থাকবে। পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করবে ৩০ অক্টোবর থেকে ঘূর্ণিঝড় মোন্থা স্থলভাগে প্রবেশ করে দুর্বল হয়ে পড়বে বলে মনে করা হচ্ছে।