Cyclone Jawad: ঘূর্ণিঝড় 'জওয়াদ' আছড়ে পড়বে ৪ ডিসেম্বর, বাংলার ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা
Cyclone (Representational Image)

কলকাতা, ২ ডিসেম্বর:  আগামী ৪ ডিসেম্বর ঘূর্ণিঝড় (Cyclone) জওয়াদ (Jawad) হানা দেবে অন্ধ্রপ্রদেশ, ওড়িশায়। এমনই জানানো হল আবহাওয়া দফতরের তরফে। যার জেরে ওড়িশা, অন্ধ্রপ্রদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গের একাংশও ক্ষতিগ্রস্ত হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। ঘূর্ণিঝড় জওয়াদের প্রভাবে দক্ষিণবঙ্গে (South Bengal) এক নাগাড়ে বৃষ্টি শুরু হবে বলে জারি করা হয়েছে সতর্কতা। ফলে পশ্চিমবঙ্গে বিপর্যয় মোকাবিলাকারী দলের ৮টি দল মোতায়েন করা হয়েছে। এনডিআরএফের আরও ৮টি দল আজ রাতে পশ্চিমবঙ্গে (West Bengal) মোতায়েন করা হবে বলে খবর।

জওয়াদের প্রভাবে পশ্চিমবঙ্গের ৫টি জেলায় এক নাগাড়ে বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। যার মধ্যে রয়েছে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, নদিয়া এবং ঝড়গ্রাম।

আরও পড়ুন: Omicron: ভারতে ওমিক্রনের হানাদারি চিন্তার বিষয়, বললেন হু-এর চিকিৎসক

জওয়াদ নিয়ে ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশে সতর্কতা জারি করা হলেও, কোথায় থাকবে ঘূর্ণিঝড়ের চোখ, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।