Cyclone Gulab: ঘূর্ণিঝড় গুলাবের জের, মুষলধারে বৃষ্টির ভয়ে তেলাঙ্গানায় ছুটি ঘোষণা সরকারের
Rain, Representational Images (Photo Credit: Twitter)

হায়দরাবাদ, ২৮ সেপ্টেম্বর: ঘূর্ণিঝড় (Cyclone) গুলাবের (Gulab)জেরে ভাসতে পারে তেলাঙ্গানা (Telangana)৷ ঘূর্ণিঝড়ের প্রভাবে তেলাঙ্গানা সহ গোটা হায়দরাবাদে এক নাগাড়ে বৃষ্টি হতে পারে, এই আশঙ্কায় মঙ্গলবার থেকে গোটা রাজ্যে ছুটি ঘোষণা করা হয়েছে সে রাজ্যের তরফে৷

রিপোর্টে প্রকাশ, মঙ্গলবার থেকে তেলাঙ্গানার সমস্ত স্কুল, কলেজ, সরকারি অফিসে ছুটি ঘোষণা করেন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখের রাও৷ তেলাঙ্গানার মুখ্যসচিব সোমেশ কুমারের সঙ্গে বৈঠকের পরই ছুটি ঘোষণা করা হয়েছে৷ সোমবারই এ বিষয়ে তেলাঙ্গানা সরকারের তরফে বিবৃতি জারি করা হয়৷

আরও পড়ুন:  Cyclone Gulab: রবিবার আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় 'গুলাব', ওড়িশা, অন্ধ্রে সতর্কতা, রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা

তবে রাজ্য সরকারের তরফে ছুটি ঘোষণা করা হলেও, পুরসভা, পঞ্চায়েত অফিস, দমকল দফতর, পুলিশের সমস্ত গুরুত্বপূর্ণ দফতরের কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে৷ রাজ্যে দুর্যোগ ঘনালে যে কোনও সময়ে যাতে আপৎকালীন দফতরের কর্মীরা সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারেন, সেই ব্যবস্থা করা হয়েছে৷

তেলাঙ্গানার পাশাপাশি পশ্চিমবঙ্গেও (West Bengal) আগামী ৫ অক্টোবর পর্যন্ত রাজ্য সরকারি কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে৷ তবে গুলাবের প্রভাব পশ্চিমবঙ্গে তেমনভাবে না পড়লেও, মঙ্গলবার থেকে পৃথক ননিম্নচাপের জেরে এক নাগাড়ে বৃষ্টিতে ভিজতে পারে রাজ্যের বেশ কয়েকটি জেলা৷ এমনই সতর্কতা জারি করা হয়েছে৷