ভারতের দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি আগামী ১২ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড় ফেঙ্গালে পরিণত হতে পারে। এরই মধ্যে তামিলনাড়ু ও পুদুচেরিতে ভারী বৃষ্টি শুরু হয়েছে।দুর্যোগ পরিস্থিতির মোকাবিলায় মঙ্গলবারই উচ্চ পর্যায়ের বৈঠক করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এমন জেলাগুলিতে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং রাজ্যের বিপর্যয় মোকাবিলা দল মোতায়েন করার নির্দেশ দেন তিনি। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে ১ হাজার ৬৩৪টি ত্রাণশিবির প্রস্তুত রাখা হয়েছে। পরিস্থিতির মোকাবিলায় জেনারেটর, নৌকাও মজুত রাখা হচ্ছে। দুর্যোগ বাড়লে চেন্নাই বিমানবন্দরে বিমান পরিষেবাও ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ঘূর্ণিঝড় ফেঙ্গল এর মোকাবিলায় প্রস্তুত রয়েছে ভারতীয় নৌবাহিনীও। তামিলনাড়ুর উপকূলে আসন্ন ঝড়ের মোকাবেলায় ত্রাণ সামগ্রী ও দুর্যোগ মোকাবিলায় উদ্যোগ শুরু করেছে তাঁরা। পরবর্তী ৪৮ ঘন্টার মধ্যে ঘূর্ণিঝড়ের বৃদ্ধির পূর্বাভাস আসতেই তৎপর হয়েছে নৌবাহিনীর ইস্টার্ন নেভাল কমান্ড। গভীর নিম্নচাপের জেরে মঙ্গলবার থেকেই তুমুল বৃষ্টি শুরু হয়েছে তামিলনাড়ুতে। বৃহস্পতিবার ও শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে চেন্নাই, ময়িলাদুথুরাই, তিরুভারুর, নাগাপট্টিনম, তিরুভাল্লুর, কাঞ্চিপুরম, চেঙ্গলপেট এবং কাড্ডালোর জেলায়।
Indian Navy prepares disaster response plan for Cyclone Fengal relief operations
Read @ANI Story | https://t.co/lmaSxCVAcq#IndianNavy #CycloneFengal #ReliefOperations pic.twitter.com/bCA0Hc2f0R
— ANI Digital (@ani_digital) November 28, 2024
বিপর্যয় মোকাবিলায় খাদ্য, জল এবং ওষুধের মতো প্রয়োজনীয় জিনিসপত্র মজুত রয়েছে বলে জানিয়েছে প্রশাসন। বিশেষ ভাবে প্রশিক্ষণপ্রাপ্ত বন্যা ত্রাণ দলগুলি উচ্চ-ঝুঁকিপূর্ণ অঞ্চলে অবস্থান করছে এবং ডাইভিং দলগুলি জরুরি পদক্ষেপের জন্য প্রস্তুত রয়েছে। র নির্দেশিকা মেনে নৌবাহিনী আশ্রয় এবং জরুরি সরবরাহের ব্যবস্থাকে অগ্রাধিকার দিচ্ছে।