কলকাতা, ২৫ অক্টোবর: বৃহস্পতিবার মাঝ রাতে ওড়িশার ভিতরকণিকা পার্ক এবং ধামরার মাঝে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় (Cyclone Dana) ডানা। ফলে কেন্দ্রাপাড়া এবং ভদ্রক ডানার দাপটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ বলে জানা যাচ্ছে। ডানা স্থলভাগে আছড়ে পড়ার আগে থেকে ট্রেন পরিষেবা বন্ধ করে দেওয়া হয় বাংলা এবং ওড়িশায়। যার জেরে ২০০-র বেশি ট্রেন বাতিল করা হয় বৃহস্পতিবার থেকে। এবার রেল মন্ত্রকের তরফে গুরুত্বপূর্ণ ঘোষণা করা হল। শুক্রবার থেকে সমস্ত ট্রেন (Train) নিজের সময় মত চলবে বলে জানানো হয়েছে। দক্ষিণ-পূর্ব রেলের যে সমস্ত ট্রেন বন্ধ থাকবে বলে জানানো হয়েছিল, তা শুক্রবার থেকে চলবে। অর্থাৎ বিশাখাপত্তনম, ভুবনেশ্বর, হাওড়া সর্বত্র থেকে ট্রেন সময় মত চলবে বলে রেলের তরফে জানানো হয়েছে।
আরও পড়ুন: Cyclone Dana: 'ল্যান্ডফলের' আগেই আকাশ ঢাকল ঘন কালো মেঘে, ভদ্রকের ছবি ভয় ধরাচ্ছে, দেখুন ভিডিয়ো
তবে হাওড়া-বেঙ্গালুরু দুরন্ত এক্সপ্রেস, খড়গপুর থেকে ছাড়া বিশাখাপত্তনম হয়ে যাওয়া উত্তরপ্রদেশের ট্রেনগুলিও চলবে। শুধু মাত্র ভুবনেশ্বর, পুরীর মত ট্রেনগুলি বন্ধ থাকার পর চালানো হবে বলে জানানো হয়েছে।