ভুবনেশ্বর, ১৮ মে: ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে এই মুহূর্তে বেশ বিপজ্জনক অবস্থানে ঘূর্ণিঝড় আমফান (Amphan)। এর প্রভাবে ভারীয় বর্ষণ ও ঘূর্ণিঝড়ের কবলে পড়তে চলেছে দেশের উপকূলবর্তী রাজ্য ওড়িশা। ভয়াবহতা এড়াতে রাজ্যে সমুদ্র লাগোয়া এলাকায় ১১ লক্ষ বাসিন্দাকে সরিয়ে নেওয়ার প্রস্তুতি শুরু করেছে ওড়িশা সরকার। পশ্চিম মধ্যে এবং দক্ষিণ বঙ্গোপসাগরের উপর থেকে ১৩ কিলোমিটার বেগে বয়ে যাবে এই ঘূর্ণিঝড় আমফান। আগামী ১২ ঘণ্টার মধ্যে আরও শক্তি সঞ্চয় করে ওড়িশা উপকূলে আছড়ে পড়তে চলেছে আমফান। এই প্রবল ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ধূলিসাৎ হবে মাটির বাড়ি, আংশিক ক্ষতিগ্রস্তের তালিকায় পড়তে চলেছে পাকাবাড়িও। ঝড়ের কবলে পড়ে বিদ্যুং বিপর্যয়ও অবশ্যম্ভাবী। আরও পড়ুন-Pune Auto-Rickshaw Driver: লকডাউনে বিয়ে স্থগিত, জমানো টাকায় পরিযায়ী শ্রমিকদের অন্ন জোগাচ্ছেন পুনের অটোচালক
ঘূর্ণিঝড়ে ভেঙে পড়তে পারে বিদ্যুতের পোস্ট। ওভারহেডের তার ছিঁড়ে ঘটতে পারে বিপত্তি। এর জেরে রেল চলাচলেও ব্যাঘাত ঘটতে পারে। ফসল নষ্ট হওয়ার সম্ভাবনা প্রবল। ঝড়ের বেগে বড় গাছ পড়ে রাস্তা বন্ধ হতে পারে। ভূবনেশ্বর আবহাওয়া দপ্তরের ডিরেক্টর এইচ আর বিশ্বাস এই মুহূর্তে ওড়িশার পারদ্বীপ থেকে প্রায় ৭৯০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে ঘূর্ণিঝড় আমফান। দিঘার ৯৪০ কিলেমিটার দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমে তার অবস্থান। অন্যদিকে বাংলাদেশের খেপুপাড়ার দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমের ১০৬০ কিলোমিটার দূরে ঘূর্ণিঝড় আমফান অবস্থান করছে।