আমেদাবাদ, ২৪ জুন: গুজরাটের মহিসাগর জেলার এক মন্দিরে সবার চোখের আড়ালে মন্দিরে ঠাকুরের স্থানে লুকিয়ে থাকে এক কুমির। ৬ ফুটের সেই কুমিরটি-কে এখন দেবতা রূপে পুজো চলছে। কোনও কিছুর ভয়ে কুমিরটি মন্দিরে গতকাল, রবিবার খোদিয়ার মাতা মন্দিরে ঢুকে পড়েছিল। স্থানীয় গ্রামবাসীরা বলছেন, এটা আসলে ভগবানের অন্য রূপ। কিছুতেই সেই কুমিরটিকে বনবিভাগের কর্মীদের হাতে তুলে দিতে রাজি নন।
পুরো ঘটনায় আরও ভক্তির মাত্রা পেয়েছে, আসলে গুজরাটে প্যাটেল জাতির একটা অংশের মধ্যে কুমিরকে ভগবানের বাহন হিসেবে গণ্য করা হয়। আর মূর্তি নয়, মায়ের মন্দিরে একেবারে জ্যান্ত কুমিরই ঢুকে পড়ায় ভক্তদের বিশ্বাস চরমে উঠেছে। আরও পড়ুন- ১৯ বছরের তরুণীর সামনে প্রকাশ্যে হস্তমৈথুন অটো চালকের
কুমিরটিকে দেখতে বিভিন্ন জায়গা থেকে লোক এসে ভিড় জমাতে থাকেন। বাধ্য হয়ে পুলিশ মোতায়েন করতে হয়। সবচেয়ে সমস্যায় পড়েন বন বিভাগের কর্মীরা। যারা খবর পাওয়ার পর মন্দিরে ঢুকে কুমিরটিকে উদ্ধার করতে আসেন। কিন্তু ঘটনাস্থলে এসে তারা দেখেন কুমিরটিকে নিয়ে রীতিমত মন্ত্রপাঠ করে পুজো চলছে। তবে পরে পুলিশের হস্তক্ষেপে, স্থানীয়দের একাংশের সহায়তায় কুমিরকে গ্রামনের এক পুকুরে ছেড়ে দেওয়া হয়।
Gujarat: Forest Department officials yesterday rescued a crocodile that strayed into Khodiyar Mata temple in Mahisagar district; the rescue was allegedly delayed due to the villagers who gathered at the temple to offer prayers to the crocodile. pic.twitter.com/Y5ILxgKTe0
— ANI (@ANI) June 24, 2019
চার বছর বয়সের ৬ ফুটের কুমিরটি এত মানুষ, ঘণ্টাধ্বনী শুনে ভয় পেয়ে যায়। স্থানীয়রা এই কুমিরটি ভগবানের অবতার রূপে পুজো করতে থাকে। এই মন্দিরের চারদিকে পুকুর, হৃদ রয়েছে। মহিসাগর নদীতে বড় বড় কুমির দেখা যায়। খাবারের খোঁজেই সেই কুমিরটি মন্দিরে ঢুকে পড়েছিল বলে মনে করা হচ্ছে।