গুয়াহাটি, ১৭ মার্চ: হিমাচলপ্রদেশে মদ বিক্রিতে লাগু হল গো কর বা 'Cow Cess'। এবার থেকে হিমাচলে প্রতি বোতল মদে দিতে হবে ১০ টাকার গো কর বা 'কাউ সেস'। 'Cow Cess' থেকে বছরে ১০০ কোটি টাকা রাজস্ব আদায়ের পরিকল্পনা নিয়েছে হিমাচলের কংগ্রেস।
এমন কথাই জানালেন হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দার সিং সুখু (CM Sukhvinder Singh Sukhu)। মদ থেকে ওঠা কর দিয়ে রাজ্যের গরুদের সেবা ও উন্নয়ন করা হবে। আরও পড়ুন-রাহুল এমন কিছু বলেননি যার জন্য ক্ষমা চাইতে হবে, সওয়াল থারুরের
দেখুন টুইট
Cow cess of Rs 10/bottle to be imposed on sale of liquor bottles; move to fetch Rs 100 crore revenue per annum: Himachal CM
— Press Trust of India (@PTI_News) March 17, 2023
রাজ্যের বতর্মান মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা সুখবিন্দার বিধানসভা নির্বাচনের আগে ঘোষণা করেছিলেন, তাঁর দল ক্ষমতায় এলে রাজ্যে গরুদের উন্নয়নের জন্য বিশেষ পরিকল্পনা নেওয়া হবে। প্রসঙ্গত, ক মাস আগে বিজেপি-কে হারিয়ে হিমাচলে ক্ষমতায় আসে কংগ্রেস। সরকারে এসে গো কর চালু করে বড় বার্তা দিলেন কংগ্রেসের মুখ্যমন্ত্রী।