COVID-19 Cases in India: দেশজুড়ে ফের বাড়ছে করোনার দাপট, একদিনে আক্রান্ত ৪০,৯৫৩
প্রতীকী ছবি (Photo Credits: File Image)

নতুন দিল্লি, ২০ মার্চ: করোনাভাইরাসের (COVID-19 Cases) দ্বিতীয় স্ট্রেনে দেশজুড়ে ভয়াবহ হচ্ছে পরিস্থিতি। দেশে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৪০ হাজার। গতবছর এই সময়েই ভারতে আছড়ে পড়েছিল করোনা ওয়েভ। দেশজুড়ে লকডাউন পরিস্থিতি জারি হয়েছিল। বছর ঘুরে পরিস্থিতি যখন খানিকটা স্বস্তি দিচ্ছিল এমন সময় ফের আছড়ে পড়ল করোনার দ্বিতীয় ওয়েভ।

স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে মারণ ভাইরাসে আক্রান্ত ৪০ হাজার ৯৫৩ জনের শরীরে। মৃত্যু হয়েছে ১৮৮ জনের। তুলনায় সুস্থতার হার অনেক কম। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ফিরেছেন ২৩ হাজার ৬৫৩জন। আরও পড়ুন, আজ ফের রাজ্যে আসছেন নরেন্দ্র মোদি, খড়্গপুরে হিরণের হয়ে প্রচার

বিগত দেড় মাসে আজই সর্বোচ্চ সংক্রমণ। এখনও পর্যন্ত দেশে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১ কোটি ১৫ লাখ ৫৫ হাজার ২৮৪ জন। সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ১১ লাখ ৭ হাজার ৩৩২ জন। দেশে এই মুহূর্তে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ২ লাখ ৮৮ হাজার ৩৯৪ জন। করোনায় প্রাণ হারিয়েছেন ১ লাখ ৫৯ হাজার ৫৫৮ জন দেশবাসী।  মহারাষ্ট্র, গুজরাটে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা।