কলকাতা, ২০ মার্চ: আজ ফের রাজ্যে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। খড়গপুরে (Kharagpur) সভা করবেন প্রধানমন্ত্রী। আজ অভিনেতা হিরণের হয়ে প্রচার করতে আসছেন তিনি। খড়্গপুরের বিএনআর ময়দানে তাঁর সভা রয়েছে। আজ মোদির সভায় লক্ষ লক্ষ জমায়েতের লক্ষ্যমাত্রা স্থির করেছে। এরপর রাজ্যে ফের প্রধানমন্ত্রী আসবেন ২১ মার্চ বাঁকুড়া, ২৪ মার্চ কাঁথিতে।
সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মোদির সভা ঘিরে রেল শহরে ময়াদনের মাঝে প্রায় ৯০০ বর্গফুটের মঞ্চ করা হয়েছে। ট্রাফিক ময়দানের হ্যালিপ্যাডে নামবে তাঁর কপ্টার। নিরাপত্তায় থাকবে আরও ৩টি কপ্টার। বেলা ১১টা নাগাদ বিনএনআর ময়দানের সভামঞ্চে পৌছবেন মোদি। সভামঞ্চের পিছনে প্রধানমন্ত্রীর বসার জন্য ঘর এবং শৌচাগার করা হয়েছে। রয়েছে চা, বিস্কুট এবং ডাবের ব্যবস্থা হচ্ছে। আরও পড়ুন, 'দ্রুত সুস্থ হন দিদি', পুরুলিয়ার জনসভায় প্রার্থনা নরেন্দ্র মোদির
গত ১৮ মার্চ পুরুলিয়ার (Purulia) ভাঙড়া নবকুঞ্জ ময়দানের জনসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সেখানে 'খেলা হবে'-র পাল্টা বিকাশ হবে, চাকরি হবে বলে বার্তা দেন। প্রধানমন্ত্রী মমতাকে কটাক্ষ করে আরও বলেন, “দিদি বলে খেলা হবে। বিজেপি বলে বিকাশ হবে। দিদি বলে খেলা হবে, বিজেপি বলে শিক্ষা হবে। দিদি বলে খেলা হবে, বিজেপি বলে মহিলাদের উন্নয়ন হবে। দিদি বলে খেলা হবে, বিজেপি বলে যুবদের বিকাশ হবে। দিদি বলে খেলা হবে, বিজেপি বলে স্কুল হবে। দিদি ও দিদি আপনার ভাই বোনদের চিন্তার খেলা আপনি দশ বছর খেলেছেন। খেলা শেষ হবে বিকাশ আরম্ভ হবে।”
আজ খড়্গপুরে প্রধানমন্ত্রী কী বার্তা দেন তাই দেখার।