COVID-19 Vaccine Price: খোলা বাজারে মিলবে করোনার টিকা, ডোজ প্রতি মূল্য কত জানেন?
কোভিডের টিকাকরণ (ANI Photo)

নতুন দিল্লি, ২১ এপ্রিল: আগামী মাসের ১ তারিখ থেকেই ১৮ বছরের ঊর্ধ্বে যে কোনও ভারতীয় কোভিডের টিকা নিতে পারবেন। সোমবার এই সংক্রান্ত ঘোষণা করেছে কেন্দ্র। একই সঙ্গে প্রস্তুতকার সংস্থা যাতে খোলা বাজারে টিকা বিক্রি (COVID-19 Vaccine Price) করতে পারে তার অনুমোদনও দিয়েছে সরকার। প্রতি ডোজে এর মূল্য নির্ধারণ হয়েছে ৭০০-১ হাজার টাকা। যেখানে সরকার নির্ধারিত কোভিড টিকার প্রতি ডোজের মূল্য ২৫০ টাকা। হায়দরাবাদের ওষুধ প্রস্তুতকারক সংস্থা ডক্টর রেড্ডির ল্যাবরটেরিকে স্পুটনিক ভি ভ্যাকসিন আমদানির অনুমোদন দিয়েছে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া। শুধুমাত্র জরুরি ক্ষেত্রেই এর ব্যবহার সীমাবদ্ধ রাখা হবে। বেসরকারি বাজারে স্পুটনিক-ভি এর একেকটি ডোজ মিলবে ৭৫০ টাকায়। আরও পড়ুন-COVID-19 Positive Sujan Chakraborty: করোনা আক্রান্ত সুজন চক্রবর্তী, ভর্তি হাসপাতালে

অন্যদিকে সেরাম ইন্টিটিউট অফ ইন্ডিয়ার মালিক আদার পুনাওয়ালা তৈরি করাচ্ছেন অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড। খোলাবাজারে যার প্রতি ডোজের মূল্য ১ হাজার টাকা। ১ মে-র আগে টিকা প্রস্তুতকারক সংস্থা ডোজের মূল্য ঘোষণা করবে। তারপরেই বিভিন্ন রাজ্যে ও খোলাবাজারে টিকা সরবরাহ করা হবে। তবে বেসরকারিভাবে যারা ভ্যাকসিন সরবরাহকারী তাঁরা দামের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখবেন। তবে ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থাকে প্রতিমাসে উৎপাদিত টিকার ৫০ শতাংশ দিতে হবে সেন্ট্রাল ড্রাগস ল্যাবরেটরিকে। বাকিটা খোলাবাজার ও রাজ্য সরকারকে সরবরাহ করতে পারবে।