COVID-19 Vaccine Registration: নির্ধারিত সময়ে চালু হয়নি ১৮ ঊর্ধ্বদের টিকাকরণ রেজিস্ট্রেশন, টুইটারে ক্ষোভের বন্যা
ভারতে টিকাকরণ (Photo Credits: IANS|File)

নতুন দিল্লি, ২৮ এপ্রিল: কেন্দ্র আগেই ঘোষণা করেছে যে আগামী ১ মে থেকে ১৮ বছরের ঊর্ধ্বে যাঁরা তাঁরা করোনার টিকা পাবেন। সেই মতো সরকারি নির্দেশিকা বলছে, ২৮ এপ্রিল মধ্যরাত থেকেই কো-উইন পোর্টালে টিকাকরণের (COVID-19 Vaccine Registration) জন্য নাম নথিভুক্ত করা যাবে। সেখানেই পছন্দের টিকাকরণ কেন্দ্র ও টিকা নেওয়ার সময় বেছে নিতে পারবেন নির্দিষ্ট বয়সের নাগরিকরা। এদিকে সময় পেরিয় গেলেও এখনও পর্যন্ত কো-উইন পোর্টাল ১৮ বছরের ঊর্ধ্বে নাম নথিভুক্তিকরণের অপশন চালু করেনি। এমনই অভিযোগ উঠেছে। নেটিজেনরা ইতিমধ্যেই এনিয়ে টুইট শুরু করেছেন। অনেক নেটিজেন টুইটারে কো-উইন পোর্টালের বর্তমান স্টেটাসের স্ক্রিনশট টুইট করে দেখিয়েছেন, সেখানে শুধুই ৪৫ ঊর্ধ্ব নাগরিকদের টিকাকরণের রেজিস্ট্রেশন অপশন চালু আছে। আরও পড়ুন-Earthquake In Assam: অসমে পরপর তিনবার ভূমিকম্প, কাঁপল উত্তরবঙ্গের কয়েকটি জেলাও

একজন টুইটার ইউজার এই প্রসঙ্গে পোস্ট করেছেন, যদি ১৮ বছরের ঊর্ধ্বে বয়সীদের টিকাকরণের সময়সীমা পরিবর্তন হয়ে থাকে, তাহলে সরকারের উচিত তা জানিয়ে দেওয়া। যদি নাম নথিভুক্তিকরণের শুরুতেই কোনও পরিবর্তন হয়ে থাকে, তাহলে সেই সংক্রান্ত খবর কেন এখানে জানানো হল না? প্রশ্ন তুলেছেন তিনি। কো-উইন ও আরোগ্য সেতু অ্যাপের পোর্টালে এখন শুধুই ৪৫ বছরের ঊর্ধ্বে যাঁরা তাঁদের টিকাকরণের বিবরণ দেওয়া আছে। ইতিমধ্যেই বিষয়টি কেন্দ্রীয় স্বাস্ত্যমন্ত্রী ডক্টর হর্ষবর্ধনকে টুইট করে জানিয়েছেন নেটিজেনরা। তবে এখনও পর্যন্ত এনিয়ে কোনও সরকারি জবাব মেলেনি।