করোনাভাইরাস (Photo Credits: IANS)

নতুন দিল্লি, ৭ মে: বৃহস্পতিবার দেশে করোনা আক্রান্তের সংখ্যা (COVID-19 tally) ৫২ হাজার ছাড়িয়ে গেল। মৃতের সংখ্যা প্রায় ১৮০০-র কাছাকাছি। সবমিলিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫২ হাজার ৯৫২ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ৩ হাজার ৫৬১ জন। মৃত্যু হয়েছে ৮৯ জনের। এই মুহূর্তে হাসপাতালে ভর্তি আছেন ৩৫ হাজার ৯০২ জন। ১৫ হাজার ২৬৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। স্বাস্থ্য মন্ত্রকের তথ্যানুযায়ী এখনও পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ১ হাজার ৭৮৩। মহামারী করোনায় সবথেকে ক্ষতির মুখে মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত ১২,৩৩ জন। মৃত্যু হয়েছে ৩৪ জনের।

সবমিলিয়ে মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১৬ হাজার ৭৫৮। মৃত ৬৫১ জন। মুম্বইতেই আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। গতকাল মৃত ৩৪ জনের মধ্যে ২৫ জনই মুম্বইয়ের বাসিন্দা। এই শহরেই মোট মৃতের সংখ্যা ৪১২। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৬৯ জন। সবমিলিয়ে মুম্বইয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৭১৪। ধারাভিতে নতুন করে ৬৮ জনের শরীরে মারণ ভাইরাস মিলেছে। এশিয়ার বৃহত্তম বস্তিতে মোট করোনা আক্রান্ত ৭৩৩ জন। ইতিমধ্যেই ২১ জনের মৃত্যু হয়েছে। আরও পড়ুন- Air India: মার্কিন মুলুকে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরাতে উদ্যোগী এয়ার ইন্ডিয়া, বিমান ভাড়া মেটাতে হবে যাত্রীকেই জানালো দূতাবাস

বুধবার রাত পর্যন্ত দিল্লিতে মোট কোভিড আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৫৩২। মারণ ভাইরাসের বলি ৬৫ জন। গুজরাটে নতুন করে আক্রান্ত ৩৮০ জন। গত ২৪ ঘণ্টায় ২৮ জনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে গুজরাটে মোট কোভিড আক্রান্ত ৬ হাজার ৬,৬২৫। মৃতের সংখ্যা ৩৯৬। সেখানে গত আটদিনে ধরে ৩০০ জন প্রতিদিন করোনায় আক্রান্ত হচ্ছেন। যার মধ্যে ৭৫ শতাংশ আমেদাবাদের বাসিন্দা।