Air India: মার্কিন মুলুকে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরাতে উদ্যোগী এয়ার ইন্ডিয়া, বিমান ভাড়া মেটাতে হবে যাত্রীকেই জানালো দূতাবাস
প্রতীকী ছবি(Photo Credits: PTI)

নতুন দিল্লি, ৭ মে: মহামারী করোনার জেরে মার্কিন মুলুকে আটকে পড়া ভারতীয়দের ফেরাতে এবার সপ্তাহব্যাপী বিমান চালাবে এয়ার ইন্ডিয়া (Air India)। মার্কিন মুলুকের বিভিন্ন রাজ্য থেকে যাত্রীদের নিয়ে উড়বে বিমান। ভারতের বিভিন্ন শহরে অবতরণ করবে। আগামী শনিবার ৯ তারিখ থেকে শুরু করে ১৫ তারিখ পর্যন্ত এভাবেই একের পর এক বিমান আমেরিকা ও ভারতের মধ্যে যাতায়াত করবে। ওয়াশিংটন ডিসি-তে অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়েছে, দেশে ফেরার বিমানের টিকিট মূল্য বহন করতে হবে যাত্রীকেই। বৃহস্পতিবার থেকেই বিশ্বের বৃহত্তম উদ্ধারকারী অভিযানে অংশ নিচ্ছে এয়ার ইন্ডিয়া ও সহায়ক সংস্থা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস।

উল্লেখ্য, বন্দে ভারত মিশনের অধীনেই এই উদ্ধার অভিযানের আয়োজন হয়েছে। যেখানে এয়ার ইন্ডিয়া বিদেশে আটকে থাকা ভারতীয়দের দেশে ফেরাবে। এই এয়ার লিফটের মাধ্যমে ১ লক্ষ ৯০ হাজারেরও বেশি ভারতীয়কে ফিরিয়ে আনা হবে বলে মনে করা হচ্ছে।  আরও পড়ুন- Chemical Gas Leakage: বিশাখাপত্তনমের এলজি-র কারখানায় রাসায়নিক গ্যাস লিককে কেন্দ্র করে আতঙ্ক, এখনও পর্যন্ত শিশু-সহ মৃত ৩

জানা গিয়েছে, এয়ার ইন্ডিয়া ও সহায়ক সংস্থা এয়ার ইন্ডিয়া বিভিন্ন সময়ের স্লটে প্রথম বিশেষ ফেরি ফ্লাইট চালাবে নতুন দিল্লি থেকে সিঙ্গাপুর, কোচি থেকে আবুধাবি, কোঝিকোড় থেকে দুবাই। বৃহস্পতিবার রাত ১১ টায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেবে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট। শুক্রবার সকাল সাতটায় যাত্রী নিয়ে দিল্লিতে ফিরবে বিমান। এজন্য গত বুধবার থেকে টিকিট বিক্রি শুরু করেছে এয়ার ইন্ডিয়া। এই অভিযান ৮ মে থেকে ১৪ মে পর্যন্ত চলবে। বিভিন্ন দেশে আটকে পড়া ভারতীয়দের ফেরাতেই এই উদ্যোগ। লন্ডন, আমেরিকার বিভিন্ন রাজ্য ও সিঙ্গাপুরের উদ্দেশে যে বিমান উড়বে, তার টিকিট বুকিং এখনও চলছে।