এলজি-র কারখানায় গ্যাস লিক (Photo Credits: ANI)

অন্ধ্রপ্রদেশ, ৭ মে: করোনা সমস্যার মধ্যেই নতুন বিপর্যয়। রাসায়নিক গ্যাস লিককে কেন্দ্র করে আতঙ্ক ছড়াল অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে (Visakhapatnam)। সেখানকার আরআর ভেঙ্কটাপুরম গ্রামে রয়েছে এল জি পলিমারস ইন্ডাস্ট্রি। বৃহস্পতিবার সকালে সেখান থেকেই বিষাক্ত রাসায়নিক গ্যাস লিক হয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত শিশু-সহ ৩ জনের মৃত্যু হয়েছে। গ্যাস লিক হওয়ার সঙ্গে সঙ্গেই কারখানা লাগোয়া এলাকার বাসিন্দাদের চোখ জ্বলতে শুরু করে। শ্বাসকষ্টও শুরু হয়ে যায়। সংবাদ সংস্থা এএনআই-এর রিপোর্ট বলছে, খবর পেয়েই আক্রান্তদের তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ, দমকল ও অ্যাম্বুল্যান্স। স্থানীয় প্রশাসন ও নৌবাহিনীর কর্তারা এল জি পলিমার ইন্ডাস্ট্রি লাগোয়া পাঁচটি গ্রামের বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছেন। আরও পড়ুন- Hizbul Terrorist Riyaz Naikoo Killed: দিনভর এনকাউন্টারের পর পুলওয়ামায় সেনার গুলিতে নিকেশ হিজবুলের জঙ্গি নেতা রিয়াজ নাইকু

এই বিপজ্জনক গ্যাস লিকের কারণে বহু স্থানীয় বাসিন্দা অসুস্থ হয়ে পড়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। চলতি বছরের শুরুর দিকে অন্ধ্রপ্রদেশের উপ্পুডি গ্রামের কাটরেনিকোনা মণ্ডলে একটি গ্যাস লিকের ঘটনা ঘটেছিল। সেই সময় গ্যাস লিকের খবর দেয় পিএপএইচ অয়েল ও গ্যাস প্রাইভেট লিমিটেড। পাইপলাইনে গোলমালের জেরেই এই ঘটনা ঘটেছিল বলে খবর। সেই সময়ও এমন খবরের জেরে উডুপ্পি গ্রামে আতঙ্ক ছড়ায়।