দিল্লি, ৩০ এপ্রিল: ভারতে ক্রমাগত ভয়াবহ হচ্ছে করোনা (Corona) পরিস্থিতি। যার জেরে এবার ফের আন্তর্জাতিক বিমান চলাচল নিষিদ্ধ করা হল কেন্দ্রীয় সরকারের তরফে। জানা যাচ্ছে, আগামী ৩১ মে পর্যন্ত কোনও আন্তর্জাতিক বিমান (International Flights) ওঠানামা করতে পারবে না। তবে বিশেষ কারণ এবং পরিস্থিতিতে কিছু আন্তর্জাতিক বিমান ওঠানামা করতে পারবে বলেও জানানে হয়েছে ডিজিসিএর তরফে।
এদিকে ভারতে করোনার (COVID 19) পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে বলে আমেরিকানরা (US) যাতে দেশে ফিরে যান, সেই আবেদন করা হয়েছে বাইডেন প্রশাসনের তরফে। ভারতে থাকা এই মুহূর্তে নিরাপদ নয় বলেই বাইডেন প্রশাসনের তরফে তাঁদের নাগরিকদের বলা হয়েছে।
অন্যদিকে ভারতের কোনও বিমান এই মুহূর্তে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, আমিরশাহিতে প্রবেশ করতে পারবে না বলে জানানো হয়েছে। ভারতের জটিল করোনা পরিস্থিতির দিকে তাকিয়েই ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয় সংশ্লিষ্ট দেশগুলির তরফে। মালদ্বীপের পর্যটন সংস্থাও জানিয়ে দিয়েছে, এই মুহূর্তে ভারত থেকে কোনও পর্যটক তাঁদের দেশে যেতে পারবেন না।