ভোপাল, ১২ ফেব্রুয়ারি: সারা দেশের বিভিন্ন রাজ্যের মত মধ্যপ্রদেশেও কমছে করোনা (Corona Virus) সংক্রমণ। সংক্রমণের গ্রাফ অনেকটা নিম্নমুখি হতেই মধ্যপ্রদেশ (Madhya Pradesh) সরকার রাজ্যে জারি থাকা কোভিড বিধিনিষেধ তুলে নিল। নাইট কার্ফু (Night Curfew) বাদ দিলে মোটের ওপর একেবারে স্বাভাবিক জীবনে ফিরছে মধ্যপ্রদেশ। রাজ্যের সমস্ত স্কুল-কলেজ সহ শিক্ষা প্রতিষ্ঠান খুলছে। ১০০ শতাংশ ভর্তি থাকার নিয়মে খুলছে সিনেমা হল, জিম, শপিং মল, রেস্তোরাঁ। বিয়েবাড়ি সহ যাবতীয় অনুষ্ঠানে আর কোনও নির্দিষ্ট সংখ্যায় অতিথি ডাকার ওপর বিধিনিষেধও থাকল না।
শিবরাজ সিং চৌহানের (Shivraj Singh Chouhan) রাজ্যে তবে রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত কার্ফু রাখা হল আরও কিছুদিনের জন্য। এর আগে দিল্লি, কর্ণাটক, মহারাষ্ট্রের মত রাজ্যেও কোভিড বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে। বাংলাতেও নাইট কার্ফু ছাড়া বেশ কিছু ক্ষেত্রেই কোভিড বিধিনিষেধ তোলা হয়েছে। আরও পড়ুন: গোয়ায় কী ফল হবে, জানালেন রাহুল গান্ধী
এদিকে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনাভাইরাসে (Covid-19) আক্রান্ত হলেন ৫০ হাজার ৪০৭ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ৮০৪ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ লাখ ৩৬ হাজার ৯৬২ জন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দেশে ৬ লাখ ১০ হাজার ৪৪৩ জনের চিকিৎসা চলছে। মোট মৃত্যু হয়েছে ৫ লাখ ৭ হাজার ৯৮১ জনের। গতকাল পর্যন্ত মোট ১৭২ কোটি ২৯ লাখ ৪৭ হাজার ৬৮৮ ডোজ টিকা দেওয়া হয়েছে।