পানাজি, ১১ ফেব্রুয়ারি: গোয়ায় (Goa) কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে। এবারের ভোটে কংগ্রেস সাধারণ মানুষের সমর্থন পেয়ে সরকার গঠন করবে বলে জানালেন কংগ্রেস (Congress)সাংসদ। গোয়া বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। সেই উপলক্ষ্যে শুক্রবার সাংবাদিক সম্মেলন করেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। সাংবাদিক সম্মেলনে রাহুল বিজেপির (BJP) বিরুদ্ধে ফের ক্ষোভ উগরে দেন।
কংগ্রেস সাংসদ বলেন, গোয়ায় যে চাকরি নেই, তা মানুষ জানেন। গোয়ার পর্যটন শিল্পের হালও যে খারাপ, তা কারও অজানা নয়। গোয়ায় অবৈধ খনির কারবার নিয়ে কী চলছে, তাও কারও অজানা নয়। গত ৫ বছরে বিজেপি যেভাবে গোয়ায় শাসন চালিয়েছে, তাতে এই রাজ্যের কী অবস্থা হয়েছে, তা সাধারণ মানুষ জানেন বলে মত প্রকাশ করেন রাহুল গান্ধী।
আরও পড়ুন: Gujrat: বিএসএফের জোর তল্লাশি, ১৪টি নৌকার পর গুজরাট থেকে আটক ৩ পাকিস্তানি
এসবের পাশাপাশি তিনি আরও দাবি করেন, গত ৫ বছর আগের নির্বাচনে বিজেপি যখন ক্ষমতায় আসে, তা সাধারণ মানুষের রায়ে নয়। সাধারণ মানুষ গোয়ায় বিজেপিকে ক্ষমতায় আনেনি। বিজেপি জোর করে গত ৫ বছর ধরে গোয়ায় ক্ষমতা দখল করে রয়েছে বলেও অভিযোগ করেন রাহুল গান্ধী।