দিল্লি, ৪ জুন: করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ ক্রমশ নিম্নমুখী। মে মাসের ৭ তারিখ নাগাদ সংক্রমণ শীর্ষে পৌঁছয়। ৭ মে-র সঙ্গে তুলনা করলে বর্তমানে করোনা সংক্রমণের মাত্রা ৬৮ শতাংশ কমানো গিয়েছে বলে জানান কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সচিব লব আগরওয়াল।
লব আগরওয়াল আরও জানান, প্রতিদিনের যে সংক্রমণ, তাতে রাশ টানা সম্ভব হয়েছে। তার জেরেই কমানো গিয়েছে ৬৮ শতাংশ সংক্রমণ। তবে দেশের ৫টি রাজ্য থেকে এখনও ক্রমাগত ৬৬ শতাংশ সংক্রমণের খবর মিলছে। বাকি ২৬টি রাজ্যে করোনা সংক্রমণ অনেকটাই কমিয়ে ফেলা সম্ভব হয়েছে বলেও জানান কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব।
আরও পড়ুন: CBI: অফিস টাইমে নিষিদ্ধ জিন্স, টিশার্ট, কর্মীদের জন্য সিবিআইয়ের নয়া পোশাক বিধি
পাশাপাশি বর্তমানে দেশের ৩৭৭টি জেলায় ৫ শতাংশেরও কম সংক্রমণ হচ্ছে বলে খবর। সেই সঙ্গে ক্রমাগত বাড়ছে সুস্থতার সংখ্যা।