এলাহাবাদ: পেটিএম কিউআর কোড (Paytm QR Code) ব্যবহার (Use) করে কোট চত্বরেই (court premises) প্রকাশ্যেই আইনজীবীদের (lawyers) থেকে টিপস (Tips) নিত। এর জেরে বৃহস্পতিবার একজন জমাদারকে (Jamadar) সাসপেন্ড (Suspends) করল এলাহাবাদ হাই কোর্টের (Allahabad High Court) প্রধান বিচারপতি (Chief Justice)। পাশাপাশি অদ্ভুত উপায়ে তাঁর এইভাবে টাকা নেওয়ার পদ্ধতি দেখে চমকে গেছেন সবাই। পরে তাঁর এভাবে টাকা নেওয়ার ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতেই বিচারবিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথা বিবেচনা করছেন বিচারপতিরা।
জানা গেছে, এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি হাইকোর্টের ওই কর্মীকে দেওয়া সাসপেনশন অর্ডারে যা লিখেছেন, তা হল- রাজেন্দ্র কুমার-১, Emp.no ৫০৯৮, বান্ডেল লিফ্টার. আদালতের একজন জমাদার হিসেবে কর্মরত রয়েছেন। অবিলম্বে তাঁকে সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হল।
ওই নোটিফিকেশন অনুযায়ী অভিযুক্তকে আদালতের নজারাত বিভাগে বদলি করা হয়েছে। পাশাপাশি একথাও জানানো হয়েছে যে অনুমতি ছাড়া তিনি যেন কখনই নিজের কাজের জায়গা ছেড়ে না যান।
#AllahabadHighCourt Chief Justice Rajesh Bindal suspends Court Jamadar for using @Paytm wallet in court premises to receive tips. pic.twitter.com/MSCNAdmB86
— LawBeat (@LawBeatInd) December 1, 2022