Jitu Patwari files a complaint (Photo Credit: X)

অপারেশন সিঁদুর বিষয়ে সশস্ত্র বাহিনীর তরফে ব্রিফিংয়ের সময় উপস্থিত ছিলেন কর্নেল কুরেশি (Colonel Sophia Qureshi)। সেই প্রেক্ষিতে মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহ এক সরকারি অনুষ্ঠানে বলেন, “যারা আমাদের মেয়েদের বিধবা করেছে, তাদের শিক্ষা দিতে প্রধানমন্ত্রী পাকিস্তানি সম্প্রদায়ের এক বোনকে পাঠিয়েছেন।”কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে করা এই মন্তব্য সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়।মধ্যপ্রদেশ কংগ্রেস সভাপতি জিতু পাটওয়ারি শাহ ইতিমধ্যেই অভিযোগ দায়ের করে এবং তার বরখাস্তের দাবি জানিয়েছেন। ওই অভিযোগের ভিত্তিতে বুধবার বিজেপি নেতা ও রাজ্য মন্ত্রী কুনওয়ার বিজয় শাহের (Vijay Shah) বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের অভিযোগে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছে মধ্যপ্রদেশ হাইকোর্ট (Madhya Pradesh High Court)।

ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে কংগ্রেস। মামলার পরবর্তী শুনানি হবে আজ ১৫ মে। কংগ্রেস হুঁশিয়ারি দিয়েছে, ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ না করলে তারা দেশের সব থানায় শাহের বিরুদ্ধে এফআইআর করবে। এরই মাঝে গতকাল রাতে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের সচিবালয় থেকে  টুইট করে বলা হয়েছে, "মধ্যপ্রদেশ হাইকোর্টের আদেশ অনুসরণ করে, মুখ্যমন্ত্রী ক্যাবিনেট মন্ত্রী বিজয় শাহের বক্তব্যের বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।"

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের সচিবালয় থেকে টুইট

ভারতীয় সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশি-কে নিয়ে অপমানজনক মন্তব্যের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে জাতীয় মহিলা কমিশন (NCW)। কর্নেল কুরেশির প্রতি সম্মান দেখিয়ে কমিশনের চেয়ারপার্সন বিজয়া রাহাতকর বলেছেন, “দেশের নিরাপত্তায় যাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন, তাঁদের প্রতি এই ধরনের মন্তব্য অপমানজনক ও সম্পূর্ণ অগ্রহণযোগ্য।”