নয়াদিল্লিঃ এক ফালি বারান্দাতেই বেড়ে উঠছিল গাঁজা গাছ। সোশ্যাল মিডিয়া(Social Media) মারফত তা নেটিজেনদের চোখে পড়তেই আটক দম্পতি। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর(Bengaluru) এমএসআর নগরে। এখানেই থাকতেন সিকিমের এক দম্পতি। বাড়ির নীচে একটি খাবারের দোকান চালাতেন তাঁরা। সেই বাড়ির বারান্দার গাঁজার চাষ শুরু করে ওই দম্পতি। গাছ বেড়ে উঠলে তা বিক্রির পরিকল্পনা ছিল। কিন্তু তার আগেই নেটিজেনদের চোখে পড়ে যায় গোটা বিষয়টি। যুবতীর একটি সোশ্যাল মিডিয়া পোস্টে পিছনে উঁকি দিতে দেখা যায় গাঁজা গাছ। এরপর গোটা বিষয়টি পুলিশের নজরে আনেন নেটিজেনরা। এরপরই ওই দম্পতির বাড়িতে হানা দেয় পুলিশ। খবর পেয়ে সেই গাছ উপড়ে ফেললেও ডাস্টবিন থেকে উদ্ধার হয় গাঁজা গাছ। ওই ফ্ল্যাট থেকে মোট ৫৪ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। এরপর ওই দম্পতিকে আটক করে নিয়ে যাওয়া হয়। পরে অবশ্য জামিনে মুক্তি পেয়েছেন তাঁরা।
বারান্দাতেই গাঁজা গাছ, নেটিজেনদের নজরে পড়তেই হাজতে দম্পতি
Bengaluru: Couple Arrested After Netizens Spot Ganja Saplings on Facebook Video at Home Garden in Sadashivanagarhttps://t.co/614Cu9MXXq#Karnataka #Bengaluru #Sadashivanagar #Ganja #FacebookVideo
— LatestLY (@latestly) November 10, 2024